মানিক কুমার দাসঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগ র্যালী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের সুপার মার্কেটের সামনে থেকে একটি র্যালী শহর প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। এ সময় র্যালিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য এবং ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক তাওয়াব । ফরিদপুর সদর উপজেলা শাখার আমির মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর থানা নায়েবে আমির
ফরিদুল হুদা।
সভায় বক্তারা পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের আহ্বান করেন একই সাথে বাজার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে তা নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন বিশ্বের সমস্ত দেশে রমজান মাস শুরু হলে দ্রব্যমূল্যের দাম কমে যায়। অথচ বাংলাদেশে তার ব্যতিক্রম। পাশাপাশি দিনের বেলা হোটেল রেস্তোরাঁ না খোলার জন্য হোটেল মালিকদের আহবান জানান।
বক্তারা বলেন রমজান মাসে ইবাদতের মাস তাই এই মাস মুক্তির মাস তাই এ মাসের পবিত্রতা রক্ষা করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তারা।
প্রিন্ট