হানিফ উদ্দিন সাকিবঃ
‘মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র’ এ শ্লোগানকে সামনে রেখে ইসলামী আন্দোলন হাতিয়া উত্তর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কর্মীদের সম্মতিতে আবু যর গিফারী সুমনকে সভাপতি মাওলানা ওমর ফারুককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলার হরণী ইউনিয়নের হাতিয়া বাজার ঈশিতা টাওয়ার সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এর আগে সংগঠনের হাতিয়া উত্তর থানা শাখার সভাপতি আবু যর গিফারী সুমন এর সভাপতিত্বে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিন শাখার সহ-সভাপতি মাওলানা ফিরুজ আলম। বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইকবাল মাহমুদ সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।
বক্তব্যে বক্তারা বলেন, ‘গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে শীঘ্রই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্বতি বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকারকে কোনভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া যাবে না’।
সম্মেলনকে কেন্দ্র করে দুপুরের পর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হতে থাকে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানা শাখার পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।
প্রিন্ট