ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে পড়ে গেছে। এতে অন্তত ১৫-১৬ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের কয়েকজনকে উদ্ধার করে ইবির নিজস্ব চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বিত্তিপাড়া এলাকার মাঠের মধ্যে বাসটি পড়ে যায়। কুষ্টিয়া শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধানক্ষেতে পড়ে উল্টে যায়। এ সময় পথচারীরা ও স্থানীয়রা বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন ইবি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। বাসটিতে মোট ৪০ জনের মতো শিক্ষার্থী ছিলেন।
আহত শিক্ষার্থী রুবেল বলেন, বাসটি দ্রুত চলছিল। ওভারটেক করতে গিয়ে খাদে পড়ে গেছে। বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা ফিটনেসবিহীন গাড়ি বাতিল চাই। সেই সঙ্গে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া পর্যন্ত রাস্তার বেহাল দশার সংস্কার চাই।
ইবির চিফ মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম জানান, একজনের আঘাত কিছুটা সিরিয়াস হওয়ায় তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে আমাদের নিজস্ব চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আহতদের সংখ্যা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম জানান, ইবির বাস উল্টে আহত ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ১৩ জন প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকজনের পায়ে কাচ ঢুকে গেছে। অপারেশনের প্রয়োজন হলে আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল-মামুন বলেন, শিক্ষার্থীদের নিয়ে বাসটি কুষ্টিয়া শহর থেকে বিশ্ববিদ্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার মাঠের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছে।
প্রিন্ট