শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। খোকসা উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন পুষ্পমাল্য অর্পণ করেন। পরে খোকসা পৌরসভা প্রশাসক, বৈষম্য বিরোধী ছাত্রগণ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীগণ, খোকসা প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রধান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন।
সূর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিত্র অংক ও শুদ্ধ বানান প্রতিযোগিতা আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: কামরুজ্জামান সোহেল, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ও একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ছাত্রছাত্রীরা।
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠান, উপজেলা বিএনপি, অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যথাযথ মর্যাদায় পালন করা হয়। এছাড়াও আমার বাংলাদেশ পার্টি (এবিপাটি) এর পক্ষ থেকে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহর ঘুরে উপজেলা গেটে এসে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী।
প্রিন্ট