আবদুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রহনপুর মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক মহঃ মাইনুল আহসান হাবীব ও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মোসাঃ রিজিয়া খাতুনকে রহনপুর মহিলা কলেজের আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় রহনপুর মহিলা কলেজ হল রুমে এই বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুসহাক আলি। এতে স্বাগত বক্তব্য দেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান। এতে আরো উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের প্রভাষক আবুল কালাম আজাদ, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রভাষক মুঃ সারওয়ার হাবিব, নচোল কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রভাষক মোঃ মতিউর রহমান, সহকারী অধ্যপক সুলতানা নার্গিসসহ অত্র কলেজের বিভিন্ন বিভাগের প্রভাষকগণ ও ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মী প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদায়ী প্রভাষকদ্বয়ের হাতে বদলী জনিত ক্রেস্ট তুলে দেন।
প্রিন্ট