রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসত বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ১৭ ফেব্রুয়ারি উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় বাধা দেওয়ায় পিতলগঞ্জ বাইতুন নুর জামে মসজিদের ইমাম ও কালাদী এলাকার বাসিন্দা হাফেজ নুর আলম, তার ভাই শাহ-আলম, হাফেজ নুর আলমের মা আক্তার বানু ও শাহ আলমের স্ত্রী আমেনা বেগমকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এদের মধ্যে হাফেজ নুর আলমের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় হাফেজ নূর আলমের বড় ভাই মোঃ খালিদ হাসান মিলন বাদী হয়ে কালাদী এলাকার শাহজাহান মিয়া (৫৫), আজাহার (৫০), মোঃ ওসমান (৪৫), মাসুম বিল্লাহ (৩৯), শামীম (৩২), আব্দুল হালিম (৪৮), মোঃ সবুজ (৩২), আরিফুল ইসলামসহ (৩৫) অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী মৌজার ২৯০৫ নং আর এস দাগে ২৪ শতাংশ সম্পত্তি ক্রয় করে বসত বাড়ি করে ভোগদখল করে আসছে। এ সম্পত্তিকে কেন্দ্র করে গত ১৭ ফেব্রুয়ারি কালাদী এলাকার শাহজাহান মিয়ার নেতৃত্বে ১৮/২০ সদস্যের একদল সন্ত্রাসী হাতে লোহার রড, লাঠি, ছেন, দা, রাম দাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হাফেজ নুর আলমদের বাড়িতে হামলা চালায়। হামলায় বাড়ি ঘর, আসবাবপত্র, সাবমারসিবল পাম্প, পানির ট্যাংক, বৈদ্যুতিক মিটার ভাংচুর করে।
হামলায় বাধা দিলে সন্ত্রাসীরা হাফেজ নুর আলম (৩৩), শাহ আলম (৩২), হাফেজ নুর আলমের মা আক্তার বানু ও শাহ আলমের স্ত্রী আমেনা বেগমকে এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। হামলাকারীরা শাহ আলমের স্ত্রী আমেনা বেগমের গলায় থাকা ১ভরি স্বর্ণের চেইন, মোবাইল ফোন সেটসহ দুই লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)লিয়াকত আলী বলেন, বসত বাড়িতে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রিন্ট