মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
“এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বালক অনূর্ধ্ব ১৫ ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । এর অংশ হিসেবে গত সোম বার বিকাল ৩ ঘটিকায় ফরিদপুর জেলা স্কুল মাঠে, অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলার ক্রীড়া অফিসার আল – আমীন খন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি মোঃ সোহরাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অফিসার জনাব বিষ্ণুপদ ঘোষাল, এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্রীড়া শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত বাছাই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাব থেকে শতাধিক প্রতিভাবান খুদে ফুটবলাররা অংশগ্রহণ করে। খুবই আনন্দমুখর পরিবেশে বালক অনূর্ধ্ব ১৫ প্রতিভাবান ফুটবল খেলোয়াড় বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রাথমিকভাবে শতাধিক এই খুদে ফুটবলারদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চারটি দল গঠন করা হয় এবং তাদের মধ্য প্রতিযোগিতা দেয়া হয়। প্রতিযোগিতা শেষে ৪০ জনের অধিক প্রতিভাবান ফুটবলারদের তালিকা করা হয়। এবং সেরা ৮ জন প্রতিভাবান খেলোয়াড়ের তালিকা করা হয়।
উল্লেখ্য যে এখান থেকে এই প্রতিভাবান খেলোয়াড়েরা বিভাগীয় পর্যায়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবলে অংশগ্রহণের সুযোগ পাবে।
প্রিন্ট