মোঃ আসলাম ব্যাপারী, স্টাফ রিপোর্টার, ফরিদপুরঃ
ফরিদপুরের সদরপুর লোহাটেক উচ্চ বিদ্যালয়ে শনিবার ৩১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৫ খ্রিঃ সম্পন্ন হয়েছে।
এ বার্ষিক ক্রীড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ওয়াসার (এমডি) মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠাটির সভাপতিত্ব করেন, উপজেলার নির্বাহী অফিসার জনাব জাকিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব বিষ্ণুপদ ঘোষাল জেলা শিক্ষা অফিসার।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, (ভারপ্রাপ্ত)। চরবিষ্ণুপুর ইউ পি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন, লোহারটেক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গোলাম মোস্তফা খান।
শিক্ষার্থীদের আবদারে প্রধান অতিথি জানান, বিদ্যালয়টির টিনের চালা সংস্কার ও ঊর্ধ্বমুখী ভবন নির্মাণ করা হবে।
এ বছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ১৪ পর্বে মোট ২৯টি ইভেন্ট নিয়ে ছাত্রছাত্রীর মধ্যে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।
প্রিন্ট