রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে লালপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার গোপালপুর পৌরসভার মহেশখোলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রিন্টু প্রামানিক (৩৩) ও বৈদ্যনাথপুর গ্রামের শামীম প্রামানিকের ছেলে শিশির আহাম্মেদ (২৩)।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার লালপুর -বনপাড়া সড়কের ডেবরপাড়া পশু হাসপাতাল সংলগ্ন স্থানে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় লালপুর হতে গোপালপুরগামী একটি রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশিকালে ১৯ বোতল আমাদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ রিন্টু প্রামানিক ও শিশির আহাম্মেদকে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, রবিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আটককৃতদের নাটোর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় এসআই মুনসুপ বাদী হয়ে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
প্রিন্ট