প্রদীপ্ত চক্রবর্তী, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে পটিয়া ইন্দ্রপুলস্থ “হল টুডে কমিউনিটি সেন্টার”-এ এক সমাবেশের আয়োজনের মাধ্যমে প্রার্থী পরিচয় ও নির্বাচনী প্রস্তুতির ঘোষণা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। নির্বাচনী প্রস্তুতিতে সারাদেশে এগিয়ে থাকার প্রত্যয় ও ধারাবাহিকতায় পটিয়া আসনে ডাক্তার ফরিদুল আলম’কে দলের প্রার্থী ঘোষণা করা হয়।
জামায়াত দলীয় সূত্রে জানা যায়, ডাক্তার ফরিদুল আলম একাধারে একজন শিক্ষাবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম শেভরন হাসপাতালের চেয়ারম্যান এবং মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক। আশির দশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদ এবং পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর একাধিক বার দায়িত্ব পালন করেছেন। এদিকে জামায়াতের প্রার্থী নির্বাচিত হওয়ার পর তাকে নিয়ে দলীয় নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
প্রিন্ট