ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার মিরপুরে স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে স্থানীয় স্বপ্ন কুড়াই শিক্ষা পরিবারের আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“গণতন্ত্রের পূর্ব শর্ত উন্নয়ন নাকি সুষ্ঠু নির্বাচন” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম এবং অষ্টম শ্রেণীর ৮জন শিক্ষার্থী। দুই দলের যুক্তি তর্ক শেষে বিপক্ষের দল বিজয়ী হয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক নুহু আব্দুল্লাহ, সাংবাদিক কুদরতে খোদা সবুজ, আটিকগ্রাক মাধ্যমিক (প্রস্তাবিত) বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম, শাহানাজ পারভিন, আসমা খাতুন, শিবলী আল ফারুক, উন্নয়ন কর্মী পলাশ কুমার দাস প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা আগামীতে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন আরো বেশি করে করার আশাবাদ ব্যক্ত করেন। পরে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট এবং উপহার তুলে দেওয়া হয়।
প্রিন্ট