হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধিঃ
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দেশের অন্যতম স্বনামধন্য একটি বীমা প্রতিষ্ঠান। আলফা লাইফ দীর্ঘদিন ধরে গ্রাহকদের বিশ্বস্ততার সাথে বীমা সেবা প্রদান করে আসছে। অনাকাঙ্খিত ঘটনা ঘটে যেতে পারে যেকোনো সময় তাই আপনার ও আপনার পরিবারের নিরাপত্তার কথা ভেবে গ্রহণ করুন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা পলিসি আর সুরক্ষিত রাখুন আপনার ভবিষ্যৎ।
নোয়াখালী জেলার বিছিন্ন দ্বীপ উপজেলায় হাতিয়ায় শনিবার ( ১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জমকালো আয়োজনের মাধ্যমে আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর ‘‘হাতিয়া উপজেলা ব্রাঞ্চ অফিস ’’ এর শুভ উদ্বোধন করা হয়।
হাতিয়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড এর মাননীয় ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নুরে আলম ছিদ্দিকী অভি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাজেদুল বারী, ডিএমডি ( ট্রেনিং), অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলস ম্যানেজার মো: দিদার হোসেন, এসিস্যট্যান্ট সেলস ম্যানেজার মো: রিয়াদ হোসাইন, বিশেষ ট্রেনিং শুভাশীষ চন্দ্র দাস, ব্রাঞ্চ ম্যানেজার ২ শতাধিক বিমা কর্মীসহ কোম্পানীর কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নুরে আলম ছিদ্দিকী, অভি বলেন, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর ’হাতিয়ায় অফিস’ ব্যবসায়িক লক্ষ্য অর্জনে দক্ষিণ বঙ্গের মডেল ব্রাঞ্চ অফিস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।
অবসর জীবনের প্রয়োজনীয় সব চাহিদা মেটাতে আর্থিক ভাবে সুরক্ষিত রাখতে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর পেনশন বীমা আছে আপনাদের পাশে। সুরক্ষিত এবং শান্তিময় অবসর উপভোগ করতে আজই গ্রহণ করুন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর পেনশন বীমা। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ (পাঁচ) কিস্তি মেয়াদী বীমা পরিকল্পে, পাঁচ কিস্তিতে মুনাফাসহ সম্পূর্ণ পরিশোধ করা হয়। বীমার মেয়াদের মধ্যে পরিশোধিত কিস্তির পরিমাণ বন্টন হয়। আপনার ভবিষ্যৎ জীবনের যেকোনো আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গ্রহণ করুন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৫ (পাঁচ) কিস্তি মেয়াদী বীমা।
কোম্পানীর অর্জন সমূহঃ
* ২০২০ সালে ১৯,০৩,৮৮,৯৭৪/- কোটি, ২০২১ সালে ৬০,৬০,৬০,৮৮৬/- কোটি, ২০২২ সালে ১৫৩,৬০,৬১,৯৩০/- কোটি, ২০২৩ সালে ২১২,৫৩,৭৩,৭৩৪/-কোটি এবং ২০২৪ সালে ২০৩,১৭,৯৪,৩১১/- কোটি টাকা ব্যবসা অর্জন।
* কোম্পানীর পরিশোধিত মূলধনের পরিমাণ: ১০০ (৬০+৪০) একশত কোটি টাকা। * লাইফ ফান্ডের পরিমাণ: ২০২৪ ইং এর ডিসেম্বর পর্যন্ত (অনিরক্ষীত)।
* ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত ব্যাংক এফডিআর ও সরকারী ট্রেজারী বন্ড ১৬০ কোটি টাকা (লাইফ ফান্ডের বাকী টাকা গাড়ী, অফিস এডভান্স, ফার্নিচার এবং এ্যাসেট)।* ক্রেডিট রেটিং: AA অর্জন।
* ২০২২ সালে থেকে কোম্পানীর বোনাস ঘোষনা। * জীবন বীমা খাতে সর্বোচ্চ মূলধন নিয়ে শেয়ার বাজারে আসার প্রক্রিয়া চলমান। আইডিআরএ কর্তৃক অনুমোদিত পূর্ণাঙ্গ মুখ্য নির্বাহী কর্মকর্তা।
*গ্লোবাল ইকোনোমিকস (ইউকে) এবং বাংলা ইভেন্ট (সৌদি আরব) কর্তৃক সেরা লাইফ ইনস্যুরেন্স পদক অর্জন।
*গ্লোবাল ইকোনোমিকস (ইউকে) কর্তৃক বেস্ট ইমার্জিং সিইও ইন ইসলামীক লাইফ ইনস্যুরেন্স পদক অর্জন।
কোম্পানীর বৈশিষ্ট্য সমূহঃ
* শতভাগ ডিজিটালাইজড ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানী। ২০২০, ২০২১, ২০২২, ২০২৩ এবং ২০২৪ সালে আইডিআরএ কর্তৃক ALLOWABLE LIMIT এর মধ্যে ব্যবসা পরিচালনা করা।
* কোম্পানীর শুরু থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোম্পানীর কোন CLAIM PENDING নেই। কোম্পানীর CLAIM SETTLMENT ১০০%।* ব্যাংক এবং এমএফএস এর মাধ্যমে গ্রাহক প্রিমিয়াম জমাদান এবং গ্রাহক পাওনা উত্তোলনের ব্যবস্থা। * দক্ষ জনবল তৈরিতে নিজস্ব ট্রেনিং ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা।
* ৭ কর্মদিবসের মধ্যে সকল ধরনের বীমাদাবী নিষ্পত্তির ব্যবস্থা। • মাঠ পর্যায়ের যেকোনো আর্থিক লেনদেন এবং অনিয়মের বিরুদ্ধে কোম্পানীর (০) জিরো টলারেন্স অবস্থান।* আলফা ইসলামী লাইফের সম্মানিত গ্রাহকদের কিস্তি/প্রিমিয়াম এজেন্ট কর্তৃক নগদ গ্রহণ করা হয় না।* প্রত্যেক মাসের প্রথম ২ কর্ম দিবসের মধ্যে কমিশন ও বেতন প্রদান।
* প্রায় ৩ লক্ষ বীমা গ্রাহক এবং ২৫ হাজারের অধিক মাঠ পর্যায়ের কর্মকর্তা।
* নিজস্ব কল সেন্টারের মাধ্যমে ২৪ ঘন্টাগ্রাহক সেবা প্রদান।
* এসবি/পার্ট পেমেন্ট এবং ম্যাচুরিটি নির্দিষ্ট তারিখে পরিশোধ করা হয়।
প্রিন্ট