রাশিদুল ইসলাম রাশেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি
দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে ১নং লালপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে লালপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে লালপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশিকুর রহমান মুক্তির সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু। প্রধান অতিথির বক্তব্যে হারুনার রশিদ পাপ্পু বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের মাঝে সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতিসহ বিভিন্ন উপকরণ প্রকৃত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এ সময় তিনি প্রান্তিক কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সমাবেশে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নাটোর জেলা কৃষক দলের সদস্য সচিব আবু হেনা মোস্তফা কামাল, লালপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনসুর রহমান, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা ইকবাল হোসেন বাবলু, যুবদলের সদস্য গোলাম মোস্তফা তুহিন, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও স্থানীয় কৃষক সহ দলীয় নেতা কর্মীরা।
প্রিন্ট