ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় মিরপুর স্টেশন সংলগ্ন রেল লাইনের মধ্যে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জি আর পি থানার পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে মিরপুর স্টেশন সংলগ্ন আদি বস্তিবাসীর সামনে রেল লাইনের মধ্যে এই ঘটনাটি ঘটে।
পোড়াদহ রেলওয়ে জি আর পি থানার ওসি জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা হোগলবাড়ী ইউনিয়নের তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা যায়।
পোড়াদহ জিআরপি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া হাসপাতালে আজ বুধবার সকালে প্রেরণ করে।
প্রিন্ট