ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ
জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন । সােমবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক আইডিতে চার প্রার্থীর দলীয় একটি ছবি পোস্ট করে এই তথ্য জানানো হয়।
এ ব্যাপারে জানতে চাইলে গতকাল সােমবার রাত সাড়ে ১০টার দিকে জেলা জামায়াতের আমির আবুল হাশেম বলেন, চারটি আসনে আজ (সােমববার) মূলত আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হলো। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পার্লামেন্টরি বোর্ড আছে। তাদের সেই সিদ্ধান্ত আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির ও মিরপুর উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল গফুর, কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর শুরা সদস্য ফরহাদ হুসাইন এবং কুষ্টিয়া-৪ আসনে (কুমারখালী-খোকসা) আসনে কুমারখালী উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
কথা প্রসঙ্গে জেলা জামায়াতের আমির আবুল হাশেম বলেন, নির্বাচন এক দিনে হয় না। আর প্রার্থী ঘোষণা না হলে কাজ আগানো যায় না। আগেও নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পারিপার্শ্বিক কারণে হয়নি।
দলীয় প্রার্থী বাছাইয়ের বিষয়ে আবুল হাশেম আরও বলেন, গোপন ব্যালটের ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করে কেন্দ্রে পাঠানো হয়। এখানে প্রার্থী কে হবেন, তা বলার কোনো সুযোগ নেই। ব্যালটের ভোটে যে নির্বাচিত হবেন এবং কেন্দ্র যাঁকে পছন্দ করবে, তাঁকেই প্রার্থী ঘোষণা করা হয়।
প্রিন্ট