মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সদরপুর উপজেলার বাবুরচর ঠাকুর ডাঙ্গী গ্রামে ৮ ফেব্রুয়ারি দুপুরে সেলিম বেপারীর বাড়ি থেকে ঘরের তালা ভেঙ্গে দুই লক্ষ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ও ঘরের আসবাবপত্র চুরি করে পালিয়ে গেল চোর। সেলিম বেপারীর বাবুরচর বাজারে টেইলারিং দোকান ও বাবুরচর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য।
সেলিম বেপারী বলেন আমরা পরিবার নিয়ে দুপুরে আমারা একটি বিয়ের অনুষ্ঠান যাই। এই সুযোগে চোর তালা ভেঙ্গে চুরি করে পালিয়ে যায়। তিনি বলেন আমার সন্দেহ আশে পাশের বাড়ির লোক চুরির সাথে জড়িত। চুরির বিষয়ে সেলিম বেপারীর স্ত্রী মঞ্জুরী বেগম সদরপুর থানায় একটি অভিযোগ পত্র দায়ের করেন।
প্রিন্ট