মোল্লা জসিমউদ্দিন, কলকাতা থেকেঃ
৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস- আইপিএস) নিরাপত্তা বিভাগের ডিআইজি সুখেন্দু হীরার ভিন্নধর্মী বই ‘জঙ্গলমহলের ডায়েরি’ প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গনে ‘জঙ্গলমহলের ডায়েরি’ প্রকাশ অনুষ্ঠানে কথাসাহিত্যিক অমর মিত্র, কিন্নর রায়ের মত সমাজের গুণীজনেরা উপস্থিত ছিলেন।
‘জঙ্গলমহলের ডায়েরি’ লোকসংস্কৃতি গবেষক আইপিএস সুখেন্দু হীরার এবারের বইমেলায় দ্বিতীয় বই। প্রকাশিত বই হিসাবে চতুর্থ। কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নে টেবিল নং ৭২ এ পাওয়া যাচ্ছে ‘জঙ্গলমহলের ডায়েরি’।
জঙ্গলমহল বাঁকুড়া জেলায় এক সময় পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন এই আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) কর্মকর্তা। তার কর্মজীবনে খুব কাছ থেকে দেখেছেন প্রকৃতিকে। সেইসব বিষয়গুলি তুলে ধরা হয়েছে এই বইয়ের মধ্যে বলে জানিয়েছেন লেখক।
প্রিন্ট