শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ৫৩ তম জাতীয় শীতকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমী সুপারভাইজার মিলন হোসেন খান,খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, শোমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুল হক, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, সিনিয়র শিক্ষক আবুল বাশার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক ছাত্রছাত্রীগন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক ও ক্রীড়ামদি শিক্ষার্থীরা বার্ষিক শীতকালীন ক্রীড়ায় প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
প্রিন্ট