মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন ও সদরপুর উপজেলার পদ্মা নদীর জল সীমানায় মোবাইল কোর্ট পরিচালনা করে আড়াআড়ি বাঁধ আপসার করা হয়েছে। প্রায় একমাস ধরে পদ্মা নদীর ঐ জল সিমানায় অবৈধ আড়াআড়ি বাঁধ দিয়ে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে আসছিল প্রভাবশালী একটি মহল।
বৃহস্পতিবার(৬ ফেব্রæয়ারী) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত যৌথ ভাবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে এ বাঁধ অপসারণ লপান চরভদ্রাসনের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন এবং সদরপুরের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।
এ সময় তাদের সাথে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বিপ্লব,সদরপুরের মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান, ক্ষেত্র সরকারি শামীম আরেফীন ও চরভদ্রাসন থানা পুলিশ।
মৎস কর্মকর্তা জানান পদ্মায় অভিযান পরিচালনা করে দুইশত মিটার আড়াআড়ি বাঁধ অপসারণ করার পাশাপাশি বাঁধে ব্যবহৃত জাল জব্দ করেন তারা। জব্দকৃত বাঁশ গোপালপুর ঘাট এলাকায় এনে নিলামে দুই হাজার টাকা বিক্রি ও জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। সদরপুরের আকটের চর ইউনিয়নের কলাবাগান নামক স্থানের নিকটবর্তী স্থান হতে চরভদ্রাসনের চরঝাউকান্দা ইউনিয়নের জলসীমানার নিকটবর্তী স্থান পর্যন্ত অবধৈভাবে এ আড়াআড়ি বাাঁধ দেওয়া হয়েছিল বলে জানান মৎস কর্মকর্তা।
প্রিন্ট