মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ইসলামি শ্রমিক আন্দোলন ফরিদপুর জেলা শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বার্ষিক এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা খোন্দকার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের সিটি হোটেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ-সম্পাদক আলহাজ্ব মো: সাইফুল ইসলাম, ফরিদপুর বিভাগীয় ইসলামি শ্রমিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক এসএম গোলাম কিবরিয়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল ফরিদপুরী, বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম, বাস শ্রমিক নেতা শেখ মজনু প্রমুখ।
এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দিনের কর্মপন্থা আলোচনা করে বলেন, শ্রমিকদের কল্যাণের লক্ষ্যে ইসলামী শরীয়াহ মেনে মালিক-শ্রমিক বান্ধব একটা সমাজ প্রতিষ্ঠা করাই সংগঠনের উদ্দ্যেশ্য৷ তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন ।
বক্তারা বলেন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে৷ তার দল আওয়ামী লীগ ও তাদের নেতা কর্মীরা শ্রমিকদের
নিজ স্বার্থে ব্যাবহার করে ও তাদের রক্ত চুষে প্রচুর সম্পদ-বিত্তের মালিক হয়ে দেশ থেকে পালিয়ে গেছে৷ কিন্তু শ্রমিকের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি৷
বক্তারা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ শ্রমিক বান্ধব একটা সমাজ গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর৷ আর এক্ষেত্রে ইসলামী শাসনব্যাবস্থা কায়েম করার কোন বিকল্প নেই৷ একমাত্র ইসলামেই শ্রমিকের অধিকারের ব্যাপারে বলা আছে,শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার শ্রমের মূল্য পরিশোধ করতে হবে৷ বক্তারা বলেন গতকাল ছাত্ররা বাস ভাড়া অর্ধেক করার জন্য আন্দোলন করেছে এবং তারা সফল হয়েছে । আমরা চাই দেশের শ্রমিকদের ক্ষেত্রেও বাস ভাড়া অর্ধেক করা হবে।
কৃষকরা রোদে পুরে,বৃষ্টিতে ভিজে হাজারো রকমের ফসল ফলায়৷ অথচ তারা ফসলের ন্যায্য দাম পায়না৷ তাদেরকে পণ্যমূল্যের দাম নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সিন্ডিকেট কে ভেঙে ফেলতে হবে। বিগত ফ্যাসিস্ট খুনী হাসিনা দেশের শত্রু ছিল৷ এখন সে ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তার এই ষড়যন্ত্র সফল হতে দেব না বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শায়েখ পীর চরমোনাইয়ের নেতৃত্বে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে দ্বিতীয় আংশিক কমিটি ঘোষণা করা হয় এতে সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সাত্তার, মোহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ রিপনের নাম ঘোষণা করা হয়।
প্রিন্ট