ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন, বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড় Logo লালপুরের মেধাবী শিক্ষার্থী প্রার্থনার মেডিকেল ভর্তিতে তারেক রহমানের সহায়তা Logo সদরপুরে মধ্যরাতে ইয়াবাসহ যুবক আটক Logo দৌলতপুরে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন Logo তানোরে সরকারিভাবে ধান-চাল ক্রয় অভিযান ব্যর্থ Logo ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত Logo আজ সরস্বতী পূজা Logo আলু সংরক্ষণ কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মহাসড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ Logo বছরের প্রথম মাস শেষ হলেও অধিকাংশ বই না পেয়ে হতাশ হাতিয়ার শিক্ষার্থীরা Logo টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর আ-লীগ সমর্থকদের হামলা, থানার নিরাপত্তায় সেনা মোতায়েন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর আ-লীগ সমর্থকদের হামলা, থানার নিরাপত্তায় সেনা মোতায়েন

মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধানঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর আ’লীগ সমর্থকদের হামলার ঘটনা ঘটার পর পুলিশের নিরাপত্তায় সাঁজোয়া যান নিয়ে সারারাত থানার সামনে অবস্থান করছে সেনাবাহিনী।

 

এর আগে গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে।

 

হামলায় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক।

 

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী সমর্থকরা। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করে তাদের আটক করতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা বাধে। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় মুদি দোকানি সাফায়েত হোসেনকে আটক করে। আটককৃতকে থানায় নিয়ে যাওয়ার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে হামলা চালানো হয়।

 

খবর পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) সহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও আ-লীগের কর্মী সমর্থকদের তোপের মুখে পড়েন। পরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করতে সক্ষম হয়েছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকেই পুলিশের নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করেছে সেনাবাহিনী। এছাড়াও টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেনে সময়ের প্রত্যাশাকে জানান, মসজিদের মাইকে ঘোষণা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশের গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকজন পুলিশ সদস্যকেও অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরে উত্তেজিত জনতার কাছ থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে অফিসার ইনচার্জের কাছে বুঝিয়ে দিই। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কী কারণে ঘটনার সূত্রপাত তা আমার সঠিকভাবে জানা নেই।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম সময়ের প্রত্যাশাকে বলেন, আমাদের থানাসহ সব পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনীর সদস্যরা সাঁজোয়া যান নিয়ে সারারাত থানার সামনে অবস্থান করছেন। হামলায় আমিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরলেন প্রবাসী বিএনপি নেতা শহীদুজ্জামান কাকন, বিমান বন্দরে নেতাকর্মীদের ভীড়

error: Content is protected !!

টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর আ-লীগ সমর্থকদের হামলা, থানার নিরাপত্তায় সেনা মোতায়েন

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধান :

মুন্সী সাদেকুর রহমান শাহীন, গোপালগঞ্জ ব্যুরো প্রধানঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর আ’লীগ সমর্থকদের হামলার ঘটনা ঘটার পর পুলিশের নিরাপত্তায় সাঁজোয়া যান নিয়ে সারারাত থানার সামনে অবস্থান করছে সেনাবাহিনী।

 

এর আগে গতকাল রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে টুঙ্গিপাড়া উপজেলার বঙ্গবন্ধু সমাধির পাশে খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের ওপর এ হামলার ঘটনা ঘটে।

 

হামলায় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থক।

 

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী সমর্থকরা। খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করে তাদের আটক করতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা বাধে। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় মুদি দোকানি সাফায়েত হোসেনকে আটক করে। আটককৃতকে থানায় নিয়ে যাওয়ার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে হামলা চালানো হয়।

 

খবর পেয়ে অফিসার ইনচার্জ (ওসি) সহ অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও আ-লীগের কর্মী সমর্থকদের তোপের মুখে পড়েন। পরে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

এঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করতে সক্ষম হয়েছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকেই পুলিশের নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করেছে সেনাবাহিনী। এছাড়াও টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেনে সময়ের প্রত্যাশাকে জানান, মসজিদের মাইকে ঘোষণা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি পুলিশের গাড়ি ভাঙচুর করে বেশ কয়েকজন পুলিশ সদস্যকেও অবরুদ্ধ করে রাখা হয়েছে। পরে উত্তেজিত জনতার কাছ থেকে পুলিশ সদস্যদের উদ্ধার করে অফিসার ইনচার্জের কাছে বুঝিয়ে দিই। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কী কারণে ঘটনার সূত্রপাত তা আমার সঠিকভাবে জানা নেই।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম সময়ের প্রত্যাশাকে বলেন, আমাদের থানাসহ সব পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনীর সদস্যরা সাঁজোয়া যান নিয়ে সারারাত থানার সামনে অবস্থান করছেন। হামলায় আমিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলাকারীরাদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।


প্রিন্ট