ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় চার ইটভাটা মালিককে তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা Logo কুষ্টিয়ায় ভ্যানচালকের লাশ উদ্ধার Logo জেলা বিএনপি’র আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে হাতিয়ায় আনন্দ মিছিল Logo পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর লক্ষ্য করে ছোড়া হয় গুলি Logo রাস্তায় আলু ঢেলে কৃষকদের বিক্ষোভ সমাবেশ Logo যশোরে নব কিশলয় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo কাতলী শাহীন প্রি-ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo তানোরে বাইসাইকেল থেকে পড়ে এক যুবকের মৃত্যু Logo কুল চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে হাতিয়ার কৃষকরা Logo সদরপুরে ফ্যাসিস্ট হাসিনার লিফলেট বিতরনের সময় গনপিটুনি দিয়ে যুবককে পুলিশে সোপর্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর লক্ষ্য করে ছোড়া হয় গুলি

ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক শিশু বলছে, গুলির শব্দ শোনার পর সীমানা প্রাচীরের কাছ থেকে দুজনকে পালিয়ে যেতে দেখা যায়। তাদের একজনের হাতে বন্দুক ছিল।

 

তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থলের আশপাশে কুষ্টিয়া মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে পরিদর্শন করেছেন।

 

পাউবো কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড চত্বরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল। বেলা ১টা ৩০ মিনিটের দিকে পাউবোর কর্মকর্তা-কর্মচারীরাসহ অনুষ্ঠানে আসা অধিকাংশরা চত্বরের মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ দুবার বিকট শব্দ শুনতে পান।

 

পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভবন থেকে মাত্র ২০ ফিট দূরে সীমানা প্রাচীর। সীমানা প্রাচীরসংলগ্ন শহরের জিকে এলাকার সড়ক।

 

কার্যালয়ের সামনে দায়িত্বরত আনসার সদস্য মামুন খন্দকার বলেন, তিনি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে সীমানা প্রাচীর দিয়ে উঁকি দিয়ে কাউকে দেখতে পান না। সেখানে দৌড়ে কয়েকটা শিশু আসে। তারা পড়ে থাকা একটি গুলির খোসা হাতে নিয়ে পাউবোর ভেতর ফেলে দেয়। গুলির শব্দ শুনে পাউবোর চত্বরে থাকা সবাই ছুটে আসে।

 

সরেজমিন গিয়ে দেখা যায়, পাউবোর চত্বরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবার সঙ্গে কথা বলছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, অনুষ্ঠান চলাকালীন অবস্থায় গুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

 

সীমানা প্রাচীরের পাশে জিকে এলাকা। ওই এলাকায় বালুর ছোট ছোট স্তূপ রয়েছে। সেখানে কয়েকজন শিশু ঘটনার সময় খেলা করছিল। পাউবোর সীমানা প্রাচীর ঘেঁষে বালুর স্তূপ রাখা আছে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী তৃতীয় শ্রেণির এক শিশু বলে, সে সহ আরও দুজন শিশু খেলা করছিল। জোরে দুইটা শব্দ শুনতে পায় তারা। এরপর দেখে দেয়ালের (পাউবোর সীমানা প্রাচীর) কাছ থেকে দুজন দৌড়ে বালুর ওপর দিয়ে পাশে নদীর দিকে (গড়াই নদ) যাচ্ছে। একজনের হাতে বন্দুক দেখেছে। একপর্যায়ে বন্দুকটি পড়ে গেলে সেটি তুলে আবার দৌড় দিয়ে নদের দিকে চলে যায়। আরেকজন বস্তি এলাকার মধ্যে ঢুকে পড়ে। এ সময় আর একজন মোটরসাইকেলে ছিল, সে দ্রুত চলে যায়। পরে দেয়ালের ওপর দিয়ে এক আনসার গুলির খোসা চাইলে সে খোসাটি পাউবোর সীমানার মধ্যে ছুড়ে দেয়।

 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, এ রকম ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনার সময় তিনি কার্যালয়ে নামাজ পড়ছিলেন। তিনিও দুটি বিকট শব্দ শুনেছেন। কেন কি কারণে হয়েছে তা ধারণা করতে পারছেন না। সম্প্রতি পাউবোতে কোনো দরপত্র আহ্বানের কোনো বিষয় নেই। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, পুলিশের একাধিক দল কাজ করছে। পাউবোর সীমানার বাইরে ঘটনা। প্রত্যক্ষদর্শী এক শিশুর সঙ্গে কথা হয়েছে। কিছু ধারণা পাওয়া গেছে। গুলি করার পর দুজন ব্যক্তি বালুর ভেতর দিয়ে গড়াই নদে নৌকাযোগে চলে গেছে জানা গেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় চার ইটভাটা মালিককে তিন লাখ ৯০ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!

পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীর লক্ষ্য করে ছোড়া হয় গুলি

আপডেট টাইম : এক ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার :

ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টারঃ

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয়ের সীমানা প্রাচীর ঘেঁষে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এক শিশু বলছে, গুলির শব্দ শোনার পর সীমানা প্রাচীরের কাছ থেকে দুজনকে পালিয়ে যেতে দেখা যায়। তাদের একজনের হাতে বন্দুক ছিল।

 

তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে জড়িত কাউকে আটক করতে পারেনি। ঘটনাস্থলের আশপাশে কুষ্টিয়া মডেল থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে পরিদর্শন করেছেন।

 

পাউবো কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড চত্বরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল। বেলা ১টা ৩০ মিনিটের দিকে পাউবোর কর্মকর্তা-কর্মচারীরাসহ অনুষ্ঠানে আসা অধিকাংশরা চত্বরের মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন। এ সময় হঠাৎ দুবার বিকট শব্দ শুনতে পান।

 

পাউবোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভবন থেকে মাত্র ২০ ফিট দূরে সীমানা প্রাচীর। সীমানা প্রাচীরসংলগ্ন শহরের জিকে এলাকার সড়ক।

 

কার্যালয়ের সামনে দায়িত্বরত আনসার সদস্য মামুন খন্দকার বলেন, তিনি দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে সীমানা প্রাচীর দিয়ে উঁকি দিয়ে কাউকে দেখতে পান না। সেখানে দৌড়ে কয়েকটা শিশু আসে। তারা পড়ে থাকা একটি গুলির খোসা হাতে নিয়ে পাউবোর ভেতর ফেলে দেয়। গুলির শব্দ শুনে পাউবোর চত্বরে থাকা সবাই ছুটে আসে।

 

সরেজমিন গিয়ে দেখা যায়, পাউবোর চত্বরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সবার সঙ্গে কথা বলছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, অনুষ্ঠান চলাকালীন অবস্থায় গুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

 

সীমানা প্রাচীরের পাশে জিকে এলাকা। ওই এলাকায় বালুর ছোট ছোট স্তূপ রয়েছে। সেখানে কয়েকজন শিশু ঘটনার সময় খেলা করছিল। পাউবোর সীমানা প্রাচীর ঘেঁষে বালুর স্তূপ রাখা আছে।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী তৃতীয় শ্রেণির এক শিশু বলে, সে সহ আরও দুজন শিশু খেলা করছিল। জোরে দুইটা শব্দ শুনতে পায় তারা। এরপর দেখে দেয়ালের (পাউবোর সীমানা প্রাচীর) কাছ থেকে দুজন দৌড়ে বালুর ওপর দিয়ে পাশে নদীর দিকে (গড়াই নদ) যাচ্ছে। একজনের হাতে বন্দুক দেখেছে। একপর্যায়ে বন্দুকটি পড়ে গেলে সেটি তুলে আবার দৌড় দিয়ে নদের দিকে চলে যায়। আরেকজন বস্তি এলাকার মধ্যে ঢুকে পড়ে। এ সময় আর একজন মোটরসাইকেলে ছিল, সে দ্রুত চলে যায়। পরে দেয়ালের ওপর দিয়ে এক আনসার গুলির খোসা চাইলে সে খোসাটি পাউবোর সীমানার মধ্যে ছুড়ে দেয়।

 

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, এ রকম ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনার সময় তিনি কার্যালয়ে নামাজ পড়ছিলেন। তিনিও দুটি বিকট শব্দ শুনেছেন। কেন কি কারণে হয়েছে তা ধারণা করতে পারছেন না। সম্প্রতি পাউবোতে কোনো দরপত্র আহ্বানের কোনো বিষয় নেই। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, পুলিশের একাধিক দল কাজ করছে। পাউবোর সীমানার বাইরে ঘটনা। প্রত্যক্ষদর্শী এক শিশুর সঙ্গে কথা হয়েছে। কিছু ধারণা পাওয়া গেছে। গুলি করার পর দুজন ব্যক্তি বালুর ভেতর দিয়ে গড়াই নদে নৌকাযোগে চলে গেছে জানা গেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


প্রিন্ট