মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টারঃ
রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও ক্লাবে রবিবার (২ ফেব্রুয়ারী) বিকালে অধ্যাপক মো. সহিদুর রহমান সম্পাদিত ‘জুলাই বিপ্লবে রাজবাড়ী জেলা’(২০২৪) স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক মো. সহিদুর রহমানের সভাপতিত্বে এবং বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গ্রন্থের মোড়ক উন্মোচনসহ বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আইয়ুব আলী সরদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কেএম মনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।
অন্যানের মধ্যে পাংশা সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. ফজলুর রহমান, ড. কাজী মোতাহার হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তোফাজ্জেল হোসেন, বিএনপি নেতা মো. ফজলুল হক টুকু, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ফিরোজ হায়দার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাজী আসকার দানিয়েল সিপার, কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী ও সাংবাদিক মো. মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
পাংশা পৌরসভার সাবেক কমিশনার শামসুল আলম আকুল, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, হোগলাডাঙ্গী এমআই মডেল কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মীর মো. আব্দুল বাতেন, পাংশা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ডা. ধীরেন্দ্রনাথ বিশ্বাস, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, পরানপুর ডিএস দাখিল মাদরাসার সুপার মো. গোলাম মোস্তফা চৌধুরী, এ্যাডভোকেট মো. শাহিনূর রহমান, কবি মোল্লা মাজেদ, কবি মো. এবাদত আলী সেখ, সাংবাদিক সেলিম মাহমুদ, সাংবাদিক আব্দুর রশিদ, সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক শামীমুর রহমান জন, শামীম মাহমুদ, শেখ মুন্নু বাংলাভাষী, রোকেয়া রহিম, ষরজিৎ বিষ্ণু শ্যাম, উত্তম মিত্র, সরদার আবু জালাল, বিকর্ণ মন্ডল, পাভেল রিয়াজ, সাজ্জাদ আলী চৌধুরী, মো. হাবিবুল্লা, গোলাম মোস্তফাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রিন্ট