কুষ্টিয়ার ভেড়ামারায় প্রতিনিয়ত করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অক্্িরজেন সংকট। মারা যাচ্ছে মানুষ। কোন ভাবেই কমছে না করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ঘণ্টায় ভেড়ামারায় করোনায় মারাগেছে ৩জন।
করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনায় মৃত্যু ও সংক্রমণে। করোনা রোগীদের সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন কুষ্টিয়া-২আসনের সাংসদ ও স্থানীয় এক চেয়ারম্যান উভয় মিলে ১৫টি সিলিন্ডার।
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য, জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির পক্ষে থেকে ১০টি ও চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপনের পক্ষ থেকে ৫টি মোট ১৫টি অক্সিজেন সিলিন্ডার বুধবার ৭ জুলাই দুপুরে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমীনের হাতে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,কুষ্টিয়া-২ আসনের (মিরপুর-ভেড়ামারা) সংসদ সদস্য, জাসদ সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাসানুল হক ইনু এমপির পক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান।
এছাড়াও চাঁদগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন নিজস্ব অর্থায়নে ৫টি অক্সিজেন সিলিন্ডার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক নুরুল আমিন’র কাছে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন।
প্রিন্ট