সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালী উপজেলায় প্রতিবাদ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে কালুখালী উপজেলা বিএনপি এ প্রতিবাদ ও সমাবেশের আয়োজন করে।
কালুখালী পেয়াজ বাজার থেকে কালুখালী উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি কালুখালী থানা মোড়, রতনদিয়া বাজার ও স্টেশন বাজার প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কালুখালী উপজেলা বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান, ওবায়দুল কবির কুন্নু, সাধারণ সম্পাদক এড. রকিবুল হাসান রুমা, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস হাসান টিটো, রতনদিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মতিন মিঞা, সাধারণ সম্পাদক মেহেদী আল মনসুর, সাওরাইল ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান লাল্টু, মাজবাড়ী ইউনিয়ন বিএনপি সভাপতি আ: মজিদ মিয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি দারোগ আলী, সাধারণ সম্পাদক মুরাদ মাস্টার, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, ছাত্রদলের সভাপতি জামাল খান, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি কায়েম আল মাহমুদ, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ কতিপয় আওয়ামী লীগের নেতারা ঢাকাসহ সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে। বক্তারা এহেন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
প্রিন্ট