মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর সদর উপজেলা হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সদর উপজেলা পরিষদ আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম মোঃ লুৎফর রহমান। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা ইঞ্জিনিয়ার দেবা শীষ বাগচী, ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আল সিদ্দিকী।
ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান এবং কাজী জেবা তাসনিম তাদের মতামত তুলে ধরেন।
এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় নতুন বাংলাদেশ গঠনে তরুনদের মতামত গ্রহণ এবং সরকারের বিভিন্ন সংস্কার প্রস্তাবে কি কি সংস্কার প্রয়োজন, এই বিষয়ে মতামত গ্রহণ করা হয়।
এর আগে কর্মশালা শুরুর পূর্বে উপজেলা চত্বরে একটি র্যালি বের করা হয়।
প্রিন্ট