ঢাকা , শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বালিয়াকান্দিতে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে ইউপি সদস্য গ্রেফতার Logo ৩ লাখ টাকার দাবি, না দিলে ২ নাতিকে গুলি করে মেরে ফেলার হুমকি Logo পাংশার সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয়ে দু’দিনব্যাপী নানা কর্মসূচি সম্পন্ন Logo ভূরুঙ্গামারীতে অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় ২ জনকে আটক করেছে পুলিশ Logo শেখ রাসেল সেতুর নামফলক পরিবর্তন Logo ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে মনোনয়ন ফরম বিতরণ শুরু Logo হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা অমিত Logo নোয়াখালীতে ১৩টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, ১১ লাখ টাকা জরিমানা Logo আওয়ামী লীগ নিষিদ্ধ ও বিচারের দাবিতে ফরিদপুরে খাটিয়া মিছিল Logo লালপুরে বন্ধ হলো অবৈধ ভাটা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

নরসিংদীতে তিথি হত্যার রহস্য দ্রুত উদঘাটন করে পিবিআই

মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি

 

নরসিংদীর শেখেরচরে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে হত্যা ও মাকে আহতের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এ সময় লুট হওয়া ১০ লাখ একহাজার একশত টাকাসহ হত্যার বিভিন্ন আলামত জব্দ করা হয়। আজ (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।

 

এর আগে গত কয়েকদিনে নরসিংদীসহ দেশের ৫ জেলায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, ফরিদপুর জেলার মধুখালী থানার পাঁচই এলাকার বাসিন্দা ফরিদ হোসেনের ছেলে মোঃ রমজান শেখ ওরফে লিমন (২২), ও তার ভাই হাসিবুর রহমান শান্ত (৩১), নেত্রকোণার কেন্দুয়া থানার গন্ডা এলাকার ইনসান মিয়ার ছেলে মোঃ কাউছার মিয়া (২০), নাটোর জেলার বাগাতিপাড়া থানার চর গোয়াশ এলাকার মোঃ আব্দুল খালেক ওরফে বাবলুর ছেলে মোঃ ইমন আলী (২১), উভয় আসামি শেখেরচর এলাকার ভাড়াটিয়া।

 

তারা নরসিংদীর শেখেরচর এলাকার ভাড়া বাড়িতে বসবাস করে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। বাদী মোফাজ্জল হোসেন বাড়ির পাশেই চা-পানের দোকান চালাতেন। সেখানে নিয়মিত আসা যাওয়া ছিল আসামীদের। সেই সুবাদে বাড়িতে বিদেশ থেকে টাকা আসার খবর জেনে যায় আসামিরা।

 

নরসিংদীর (পিবিআই) পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন, “আমরা তদন্তে জানতে পারি পূর্ব পরিকল্পিতভাবে বিদেশ থেকে পাঠানো বাসায় রাখা মোটা অংকের টাকা লুট করতেই শেখেরচর বাজার সংলগ্ন এলাকার চা-পানের দোকানদার মোফাজ্জল হোসেনের বাড়িতে ঢুকে গ্রেপ্তারকৃত আসামিরা। এ সময় ৭ বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বাথরুমে আটকে রাখে তারা। পরে বাসায় থাকা টাকা লুট করার সময় বাধা দিলে গৃহবধূ আসমা বেগম ও মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমনা আক্তার তিথিকে হাতুড়ি দিয়ে মাথায় অসংখ্য আঘাত করে। পরে আসামিরা তাদের মৃত ভেবে চলে যায়। এ সময় মোফাজ্জল হোসেন ও স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কিশোরী তিথীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত মা আসমা বেগম (৩৮), ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

 

এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী, ফরিদপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া ১০ লাখ একহাজার একশত টাকাসহ হত্যার ঘটনার বিভিন্ন আলামত জব্দ করে পিবিআই এর একটি চৌকস দল। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে দেয়া জবানবন্দীতে টাকা লুট ও হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।

 

গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বাদী মোফাজ্জল হোসেন ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি বাদী হয়ে এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বালিয়াকান্দিতে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে ইউপি সদস্য গ্রেফতার

error: Content is protected !!

নরসিংদীতে তিথি হত্যার রহস্য দ্রুত উদঘাটন করে পিবিআই

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :

মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি

 

নরসিংদীর শেখেরচরে ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক কিশোরীকে হত্যা ও মাকে আহতের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই। এ সময় লুট হওয়া ১০ লাখ একহাজার একশত টাকাসহ হত্যার বিভিন্ন আলামত জব্দ করা হয়। আজ (৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।

 

এর আগে গত কয়েকদিনে নরসিংদীসহ দেশের ৫ জেলায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলো, ফরিদপুর জেলার মধুখালী থানার পাঁচই এলাকার বাসিন্দা ফরিদ হোসেনের ছেলে মোঃ রমজান শেখ ওরফে লিমন (২২), ও তার ভাই হাসিবুর রহমান শান্ত (৩১), নেত্রকোণার কেন্দুয়া থানার গন্ডা এলাকার ইনসান মিয়ার ছেলে মোঃ কাউছার মিয়া (২০), নাটোর জেলার বাগাতিপাড়া থানার চর গোয়াশ এলাকার মোঃ আব্দুল খালেক ওরফে বাবলুর ছেলে মোঃ ইমন আলী (২১), উভয় আসামি শেখেরচর এলাকার ভাড়াটিয়া।

 

তারা নরসিংদীর শেখেরচর এলাকার ভাড়া বাড়িতে বসবাস করে বিভিন্ন কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। বাদী মোফাজ্জল হোসেন বাড়ির পাশেই চা-পানের দোকান চালাতেন। সেখানে নিয়মিত আসা যাওয়া ছিল আসামীদের। সেই সুবাদে বাড়িতে বিদেশ থেকে টাকা আসার খবর জেনে যায় আসামিরা।

 

নরসিংদীর (পিবিআই) পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন, “আমরা তদন্তে জানতে পারি পূর্ব পরিকল্পিতভাবে বিদেশ থেকে পাঠানো বাসায় রাখা মোটা অংকের টাকা লুট করতেই শেখেরচর বাজার সংলগ্ন এলাকার চা-পানের দোকানদার মোফাজ্জল হোসেনের বাড়িতে ঢুকে গ্রেপ্তারকৃত আসামিরা। এ সময় ৭ বছরের প্রতিবন্ধী শিশু সন্তানকে বাথরুমে আটকে রাখে তারা। পরে বাসায় থাকা টাকা লুট করার সময় বাধা দিলে গৃহবধূ আসমা বেগম ও মেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমনা আক্তার তিথিকে হাতুড়ি দিয়ে মাথায় অসংখ্য আঘাত করে। পরে আসামিরা তাদের মৃত ভেবে চলে যায়। এ সময় মোফাজ্জল হোসেন ও স্থানীয়রা নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কিশোরী তিথীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত মা আসমা বেগম (৩৮), ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

 

এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় নরসিংদী, ফরিদপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, ঢাকা ও বরিশালে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া ১০ লাখ একহাজার একশত টাকাসহ হত্যার ঘটনার বিভিন্ন আলামত জব্দ করে পিবিআই এর একটি চৌকস দল। এই ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিরা আদালতে দেয়া জবানবন্দীতে টাকা লুট ও হত্যার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।

 

গত ২৭ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বাদী মোফাজ্জল হোসেন ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তিনি বাদী হয়ে এ ঘটনায় সদর থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করেন।


প্রিন্ট