মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মঙ্গলবার বিকেলে শহরের অম্বিকা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈকত হাসানের সভাপতিত্বে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফরিদপুর মহানগরের ২৭টি ওয়ার্ডের সমন্বয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক গালিব হাসান নাহিদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী শিবলী সাদিক, সহ-সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির নেতা ফয়সাল আহমেদ পলাশ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হাসান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ স্বেচ্ছাসেবক দল নেতা এসএম জাহিদুল ইসলাম তারেক, আরিফ হোসেন, রাকিব হোসেন, কাজী শিবলী সাদিক, নিজামুল মন্ডল অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মাহফুজুর রহমান সবুজ।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বিগত ১৬ বছর ধরে তাদের উপর চালানো অত্যাচারের স্মৃতি তুলে ধরেন। তারা বলেন বিগত ১৬ বছর ধরেই স্বেচ্ছাসেবক দল আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিল।
বিগত ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের ভুমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তারা বলেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা রাস্তায় আন্দোলন করে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট ও খুনী হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসররা ঘাপটি মেরে লুকিয়ে আছে। তাই আগামীতে কমিটি গঠন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যাতে আওয়ামীলীগের কোন দোসর কোন কমিটিতে স্থান না পায়।কোন অনুপ্রবেশকারীকে স্বেচ্ছাসেবক দলের কমিটিতে মেনে নেয়া হবেনা।
তাই এই নতুন বাংলাদেশেও আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যতদিন পর্যন্ত গ্রহনযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার ক্ষমতায় না আসছে ততদিন যেকোন রাজনৈতিক কর্মসূচীতে স্বেচ্ছাসেবক দলের সরব অংশগ্রহণ থাকবে। তাই আমাদের সবাইকে দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনা অক্ষরে অক্ষরে অনুসরন করতে হবে৷
সভায় ফরিদপুর সদরের ২৭টি ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে নতুন নেতৃত্বের সৃষ্টি হবে৷ বক্তারা বলেন বিগত ৫ আগষ্টের আগে যারা ফ্যাসিস্ট সরকারের জেল, জুলুম, হামলা-মামলা উপেক্ষা করে রাস্তায় আন্দোলন মিছিল করেছিল তাদেরকে সামনে রেখেই নতুন নেতৃত্ব তৈরি করতে হবে৷
বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা বিএনপি ও অঙ্গসংগঠনের উপর হামলা-মামলা, গুম খুন করেছে তারা যাতে কোনভাবেই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে কঠোর নজর রাখতে হবে৷ পাশাপাশি ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়।
প্রিন্ট