ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বালিয়াকান্দিতে ব্যাবসায়ীকে ডেকে নিয়ে মারপিটের ঘটণায় ৪ যুবক জনতার হাতে ধরা Logo গোপালগঞ্জে জাতীয় গ্ৰন্থাগার দিবস-২০২৫ পালিত Logo ফরিদপুর উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত Logo ভাঙ্গা উপজেলা ও পৌর কৃষকদলের কমিটি বিলুপ্ত Logo ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত ‌ Logo e-Paper-05.02.2025 Logo ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল অনুষ্ঠিত ‌ Logo জনগণের বাংলাদেশ জনগণের হাতে তুলে দেয়ার জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবেঃ অমিত Logo জাতি হিসেবে অস্তিত্ব ফিরে পাওয়ার লড়াই শুরু করতে হবেঃ -জামায়াতে আমির
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বালিয়াকান্দিতে ব্যাবসায়ীকে ডেকে নিয়ে মারপিটের ঘটণায় ৪ যুবক জনতার হাতে ধরা

গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ আলম ‌শেখ (৪৫) না‌মে এক মাংশ ব্যাবসায়ীকে পরকিয়ার জেরে হত‌্যার উদ্দ্যেশে মারপিটের সময় চারজন যুবক‌কে হাতেনাতে ধরে পু‌লি‌শে দি‌য়ে‌ছে গ্রামবাসী।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামের এক‌টি প‌রিত‌্যাক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে এবং আহত আলম‌কে বা‌লিয়াকা‌ন্দি হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।‌ সে ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে এবং বর্তমা‌নে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।

 

আটককৃতরা হ‌লো, ঠাকুরগায়ের সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চির আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮)।

 

জানা‌গে‌ছে, বা‌লিয়াকা‌ন্দির সদর ইউনিয়নের জা‌কিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর মা‌থে পরকীয়া সম্পর্ক ‌ছিল মাংস ব‌্যবসায়ী আল‌মের। তারই জের ধ‌রে প্রলোভন দে‌খি ফরহাদ প‌রিকল্পনা ক‌রে তা‌কে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির ভীম নগর গ্রামে এনে স্থানীয় এক‌টি প‌রিত‌্যা‌ক্তি হটভাটায় নি‌য়ে রাত ৮টার দি‌কে ৪ জন মি‌লে জী‌বিত মা‌টি‌তে পু‌তে হত‌্যার চেষ্টা ক‌রে। এ সময় তার চিৎকা‌রে স্থানীয় এগি‌য়ে তা‌কে উদ্ধার ও হত‌্যা চেষ্টাকারী ৪ জন‌কে ধ‌রে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয়।

 

বালিয়াকান্দি থানার ও‌সি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌ‌ছে জনগ‌ণের কাছ থে‌কে ৪ জন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেওয়া হয় এবং আহত এক ব‌্যাক্তিকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে। এ বিষ‌য়ে আরও তথ‌্য উপা‌ত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব‌্যবস্থা গ্রহন কর‌া হ‌বে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

error: Content is protected !!

বালিয়াকান্দিতে ব্যাবসায়ীকে ডেকে নিয়ে মারপিটের ঘটণায় ৪ যুবক জনতার হাতে ধরা

আপডেট টাইম : ৩ ঘন্টা আগে
গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :

গোলাম মোর্তবা রিজু, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোঃ আলম ‌শেখ (৪৫) না‌মে এক মাংশ ব্যাবসায়ীকে পরকিয়ার জেরে হত‌্যার উদ্দ্যেশে মারপিটের সময় চারজন যুবক‌কে হাতেনাতে ধরে পু‌লি‌শে দি‌য়ে‌ছে গ্রামবাসী।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামের এক‌টি প‌রিত‌্যাক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে এবং আহত আলম‌কে বা‌লিয়াকা‌ন্দি হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।‌ সে ময়মন‌সিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সে‌লিম শে‌খের ছেলে এবং বর্তমা‌নে সে টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।

 

আটককৃতরা হ‌লো, ঠাকুরগায়ের সদর থানার হ‌রেন রা‌য়ের ছে‌লে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শে‌খের ছে‌লে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শে‌খের ছে‌লে আবু বক্কর সি‌দ্দিক (১৮) ও রাজবাড়ী সদ‌রের ধুন‌চির আনু মন্ড‌লের ছে‌লে ফরহাদ মন্ডল (৩৮)।

 

জানা‌গে‌ছে, বা‌লিয়াকা‌ন্দির সদর ইউনিয়নের জা‌কিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর মা‌থে পরকীয়া সম্পর্ক ‌ছিল মাংস ব‌্যবসায়ী আল‌মের। তারই জের ধ‌রে প্রলোভন দে‌খি ফরহাদ প‌রিকল্পনা ক‌রে তা‌কে রাজবাড়ী বা‌লিয়াকা‌ন্দির ভীম নগর গ্রামে এনে স্থানীয় এক‌টি প‌রিত‌্যা‌ক্তি হটভাটায় নি‌য়ে রাত ৮টার দি‌কে ৪ জন মি‌লে জী‌বিত মা‌টি‌তে পু‌তে হত‌্যার চেষ্টা ক‌রে। এ সময় তার চিৎকা‌রে স্থানীয় এগি‌য়ে তা‌কে উদ্ধার ও হত‌্যা চেষ্টাকারী ৪ জন‌কে ধ‌রে গণ‌ধোলাই দি‌য়ে পু‌লি‌শের হা‌তে তু‌লে দেয়।

 

বালিয়াকান্দি থানার ও‌সি জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পে‌য়ে দ্রুত ঘটনাস্থ‌লে পৌ‌ছে জনগ‌ণের কাছ থে‌কে ৪ জন‌কে উদ্ধার ক‌রে পুলিশি হেফাজ‌তে নেওয়া হয় এবং আহত এক ব‌্যাক্তিকে আহত অবস্থায় উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়েছে। এ বিষ‌য়ে আরও তথ‌্য উপা‌ত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব‌্যবস্থা গ্রহন কর‌া হ‌বে।


প্রিন্ট