ঢাকা , বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তানোর বিএনপির নেতৃত্বে হযরতকে দেখতে চাই তৃণমুল Logo মোহনপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা Logo ফরিদপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Logo রূপগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ Logo আজ খোকসা হানাদার মুক্ত দিবসঃ পালিত হবে যথাযজ্ঞ মর্যাদা Logo দৌলতপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত Logo মধুখালীতে নবাগত ইউএনও’র যোগদান Logo বহুলীতে দুর্যোগ ব্যবস্থাপনা বন্যা পূর্ব ও পরবর্তী সময়ে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত Logo শালিখায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত Logo প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ৬ দিনব্যাপী বিষয়ভিত্তিক বাংলা প্রশিক্ষণ সম্পন্ন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে ছটফট করছে রোগীরা

কুষ্টিয়ায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালটির মেঝেও এখন করোনা আক্রান্ত রোগীতে পূর্ণ।

সোমবার (৫ জুলাই) সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘুরে দেখা যায় হাসপাতালে প্রচণ্ড রোগীর চাপ। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা করোনা ওয়ার্ডটি পরিচালনা করছেন। রোগীর যখন যা প্রয়োজন তা ছাত্রলীগের নেতাকর্মীরা এনে দিচ্ছেন। তবে রোগীর স্বজনদের অভিযোগ পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে না। অক্সিজেনের অভাবে ভূগছেন রোগীরা।

রোগীর স্বজনদের দাবী, করোনা ওয়ার্ডে চিকিৎসা পর্যাপ্ত নেই। অক্সিজেনের অভাবে রোগীরা ছটফট করছে সব সময়। ডাক্তাররাও ঠিকমতো রোগীদের দেখছেন না। শুধুমাত্র ছাত্রলীগের ছেলেদের হাতে হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্ব দিয়ে ডাক্তাররা রোগী দেখছেন না।

খোকসা উপজেলার নাসিরুল হক করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েকদিন আগে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি হাসপাতালের বারান্দায় প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিনিয়ত দেওয়া হচ্ছে অক্সিজেন। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় প্রতিটি রোগির জন্যই প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১৪ জন মারা গেছেন। সেই সঙ্গে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪ জন। এ নিয়ে জেলায় মোট ২৬২ জন করোনায় মারা গেছেন।

হাসপাতালের পিসি আর ল্যাব সূত্রে জানা যায়, জেলায় ২৪ ঘন্টায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদরের ১৫৩ জন, মিরপুরের ২৯ জন, ভেড়ামারার ৩৪ জন, দৌলতপুরের ৪৪ জন, কুমারখালীর ২৪ জন এবং খোকসা উপজেলায় ৮ জন।

হাসপাতালের সিনিয়র নার্স ফিরোজা খাতুন বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি কোনোদিন দেখিনি। প্রায় প্রতিটি রোগীর অক্সিজেন প্রয়োজন। আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, করোনা রোগীর চাপ দিন দিন বেড়েই চলেছে। প্রতিঘণ্টায় অন্তত ৩০-৪০ জন করে করোনা রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে হাসপাতালে ২৫৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিদিন গড়ে ৫শ সিলিন্ডার অক্সিজেন প্রয়োজন।  আমাদের কাছে ৫৪৭টি সিলিন্ডার রয়েছে। এছাড়া একটি ছয় হাজার লিটারের সেন্টার সিলিন্ডার রয়েছে যা দিয়ে ১০জন রোগিকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এভাবে করোনা রোগির সংখ্যা বাড়তে থাকলে খুবই ভয়াবহ রূপ ধারণ করবে। আমরা চিকিৎসক, নার্স সার্বক্ষনিক রোগীদের সবোর্চ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের অভিযোগের ব্যপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আব্দুল মোমেনকে একাধিকবার মুঠোফোনে কথা হলে তিনি বার বার মিটিং এ আছেন বলে জানান।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সংক্রমণ বৃদ্ধির কারণে রোগীর মৃত্যুর হার বাড়ছে। আক্রান্তদের মধ্যে শতকরা ২ জন মারা যাচ্ছেন।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তানোর বিএনপির নেতৃত্বে হযরতকে দেখতে চাই তৃণমুল

error: Content is protected !!

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অক্সিজেনের অভাবে ছটফট করছে রোগীরা

আপডেট টাইম : ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :

কুষ্টিয়ায় বেড়েই চলেছে করোনার সংক্রমণ ও মৃত্যু। ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে হাসপাতালটির মেঝেও এখন করোনা আক্রান্ত রোগীতে পূর্ণ।

সোমবার (৫ জুলাই) সকাল ৯ টা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘুরে দেখা যায় হাসপাতালে প্রচণ্ড রোগীর চাপ। কুষ্টিয়া জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা করোনা ওয়ার্ডটি পরিচালনা করছেন। রোগীর যখন যা প্রয়োজন তা ছাত্রলীগের নেতাকর্মীরা এনে দিচ্ছেন। তবে রোগীর স্বজনদের অভিযোগ পর্যাপ্ত সেবা দেওয়া হচ্ছে না। অক্সিজেনের অভাবে ভূগছেন রোগীরা।

রোগীর স্বজনদের দাবী, করোনা ওয়ার্ডে চিকিৎসা পর্যাপ্ত নেই। অক্সিজেনের অভাবে রোগীরা ছটফট করছে সব সময়। ডাক্তাররাও ঠিকমতো রোগীদের দেখছেন না। শুধুমাত্র ছাত্রলীগের ছেলেদের হাতে হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্ব দিয়ে ডাক্তাররা রোগী দেখছেন না।

খোকসা উপজেলার নাসিরুল হক করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গত কয়েকদিন আগে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার অবস্থা আগের চেয়ে ভালো। তিনি হাসপাতালের বারান্দায় প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসা নিচ্ছেন। প্রতিনিয়ত দেওয়া হচ্ছে অক্সিজেন। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় প্রতিটি রোগির জন্যই প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ১৪ জন মারা গেছেন। সেই সঙ্গে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ৪ জন। এ নিয়ে জেলায় মোট ২৬২ জন করোনায় মারা গেছেন।

হাসপাতালের পিসি আর ল্যাব সূত্রে জানা যায়, জেলায় ২৪ ঘন্টায় ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রয়েছেন কুষ্টিয়া সদরের ১৫৩ জন, মিরপুরের ২৯ জন, ভেড়ামারার ৩৪ জন, দৌলতপুরের ৪৪ জন, কুমারখালীর ২৪ জন এবং খোকসা উপজেলায় ৮ জন।

হাসপাতালের সিনিয়র নার্স ফিরোজা খাতুন বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি কোনোদিন দেখিনি। প্রায় প্রতিটি রোগীর অক্সিজেন প্রয়োজন। আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, করোনা রোগীর চাপ দিন দিন বেড়েই চলেছে। প্রতিঘণ্টায় অন্তত ৩০-৪০ জন করে করোনা রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে হাসপাতালে ২৫৯ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিদিন গড়ে ৫শ সিলিন্ডার অক্সিজেন প্রয়োজন।  আমাদের কাছে ৫৪৭টি সিলিন্ডার রয়েছে। এছাড়া একটি ছয় হাজার লিটারের সেন্টার সিলিন্ডার রয়েছে যা দিয়ে ১০জন রোগিকে ২৪ ঘণ্টা অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এভাবে করোনা রোগির সংখ্যা বাড়তে থাকলে খুবই ভয়াবহ রূপ ধারণ করবে। আমরা চিকিৎসক, নার্স সার্বক্ষনিক রোগীদের সবোর্চ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর স্বজনদের অভিযোগের ব্যপারে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. আব্দুল মোমেনকে একাধিকবার মুঠোফোনে কথা হলে তিনি বার বার মিটিং এ আছেন বলে জানান।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, সংক্রমণ বৃদ্ধির কারণে রোগীর মৃত্যুর হার বাড়ছে। আক্রান্তদের মধ্যে শতকরা ২ জন মারা যাচ্ছেন।


প্রিন্ট