মোঃ আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের বাগাতিপাড়ায় ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘন্টা চেষ্টার পর রক্ষা পেল একটি বিড়ালের জীবন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের পল্লী ভবনের সামনের একটি মেহগনি গাছ থেকে বিড়ালটিকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, গত রবিবার সকাল ৮টার দিকে একটি কুকুর তাড়া করলে ভয়ে ওই গাছের মাথায় উঠে পড়ে বিড়ালটি। এরপর থেকে ২৪ ঘন্টা পার হলেও ভয়ে বিড়ালটি গাছ থেকে নামতে পারেনি।
বিষয়টি নজরে আসে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গৌতম কুমারের,তিনি সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজকে জানালে,শীতে এবং কুয়াশায় বিড়ালটির কষ্ট হচ্ছে ভেবে ফায়ার সার্ভিসে খবর দেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দয়ারামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১ঘন্টার চেষ্টায় প্রায় ৫০ফিট উচ্চতার একটি গাছ থেকে বিড়ালটিকে জীবিত উদ্ধার করা হয়েছে। যেকোন জরুরী প্রয়োজনে ফায়ার সার্ভিস সর্বদা সকলের পাশে আছে বলেও জানান তিনি।
প্রিন্ট