রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার
ফরিদপুরের বোয়ালমারীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুতায়ীত হয়ে তারিকুল ইসলাম (৩২) নামে একজন মারা গিয়েছে। নিহতের বিষটি নিশ্চিত করেন তার চাচা মো. ওমর ফারুক।
রোববার (২৬.০১.২৫) দুপুরে উপজেলার ময়না ইউনিয়নের বান্দুক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারিকুল ইসলাম একই গ্রামের মো. কালাম শেখের ছেলে। নিহত তারিকুলের স্ত্রী ও দুই চেলে মেয়ে রয়েছে।
স্বজনদের বরাতে জানা যায়, তারিকুল ইসলামের ঘরের উপরে হেলে পড়া পেয়ারার ডাল ও গাছ কাটতে যায়। কাটার সময় অসতর্কতায় বিদ্যুতের মিটারের ক্যাবল কেটে যাওয়া বিদ্যুত স্পৃষ্ট হয়। তখন তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে মারা যায়।
নিহতের চাচা ওমর ফারুক বলেন, ঘর ঘেঁষা একটি পেয়ারা গাছ কাট গিয়ে বিদ্যুতায়ীত হয়ে মারা যায়। পরে রোববার সন্ধ্যায় জানাযা শেষ করে ভাতিজাকে খরসূতি মাদ্রাসা কবর স্থানে দাফন করা হয়। ওর ছেলে মেয়ে নিয়ে দুশ্চিন্তায় আছি।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম রসূল বলেন, এ বিষয়ে নিহত পরিবারের লোকজন কিছু আমাদের জানা নেই। জানলে অবশ্যই ঘটনা স্থলে পুলিশ গিয়ে খোঁজ খবর নিতেন।
প্রিন্ট