ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার
কুষ্টিয়ার দৌলতপুরে আমদানি নিষিদ্ধ ১০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেনন্টাডল ট্যাবলেটসহ অস্ত্র-মাদক সম্রাট লিয়াকত মেম্বারের সহযোগী পলক আহমেদকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাজদিয়াড় মুন্সিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছে থেকে ১০০ পিস ট্যাপেনন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক পলক আহমেদ (২৪) দৌলতপুর উপজেলার বৈরাগীরচর পূর্বপাড়ার মৃত শুকমান প্রামাণিকের ছেলে। দীর্ঘ দিন ধরে সে আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। এছাড়া সে ফেনসিডিল, মদ ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
সে মাদক ও অস্ত্র ব্যবসায়ী লিয়াকত আলী মেম্বারে অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডেরও অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলেন, লিয়াকত মেম্বার বৈরাগীর চর এলাকা সহ আশেপাশের এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসা করে। শুধু তাই-ই নয়, সে আশেপাশের জেলা সহ বিভিন্ন জেলায় মাদক ও অস্ত্রের ব্যবসা করে। অবৈধভাবে ভারত থেকে সিমান্ত দিয়ে অস্ত্র মাদক আনেন এবং দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক ও অস্ত্র ব্যবসা করে আসছেন। ৫ আগস্টের পর থেকে সে আরও বেপরোয়া হয়ে উঠেছে। কারণ প্রভাবশালী বিএনপির নেতাদের সাথে তার খুব ঘনিষ্ঠতা।
সে মাদক ও অস্ত্রের ডিলার। লিয়াকত মেম্বারের অন্যতম সহযোগী পলক আহমেদ। তার মাদক ও অস্ত্র ব্যবসার সাথে জড়িত পলক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। এবিষয়ে কথা বলার জন্য লিয়াকত আলী মেম্বারের মুঠোফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ পলককে আটক করা হয়েছে। থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। এসময় তার কাছে থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রিন্ট