সাহিদা পারভীন, কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলার সোনাপুর বাজারে আরাফাত রহমান কোকোর ১০ ম মৃত্যু বার্ষিক পালিত হয়েছে। এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাজবাড়ী ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মনিরুজ্জামান মনির।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম পিন্টু, আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান লিখন, যুগ্ম সম্পাদক সম্পাদক আব্দুল মালেক খান, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান তোতা, কালুখালী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, যুগ্ম আহবায়ক সানাউর রহমান সানা, শহিদুল ইসলাম লিটু, কালুখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সুর্য, মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, মাজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আব্দুস সালাম, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজালাল মিয়া, রতনদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সোহেল, সহিদুল ইসলাম, কালিকাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল, উসমান আলী, বোয়ালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ইউনুস আলী, মদাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুর রহমান তারা, মৃগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জাফর আলী, আকমল হোসেন, সাওরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ইদ্রিস আলী, জিয়া উর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্য সোনাপুর বাজারে আলোচনা সভা করতে পারছি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তার দোসররা এখনো নানা ভাবে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সংস্কারবাদীদের বিপক্ষে অবস্থান নিয়ে রাজবাড়ী জেলা বিএনপিকে সংগঠিত করেছেন এ্যাড. আসলাম মিয়া ও হারুন অর রশিদ হারুন। আরাফাত রহমান কোকো একজন ক্রিড়া সংগঠক। তার আত্মার মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করা হয়।
প্রিন্ট