রিপন সরকার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফুলকলি সুইটস এন্ড বেকারি ও শুভ ফুডস্ নামে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বিএসটিআই ও উপজেলা প্রশাসন। প্রতিষ্ঠান দুইটিতে অবৈধ শিশু খাদ্যপণ্য উৎপাদন এবং বেআইনিভাবে কারখানা পরিচালনাসহ নানা অনিয়মের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।
গতকাল ২৩ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলার তারাবো পৌরসভার ফুলকলি সুইটস ও শুভ ফুডস্ কারখানায় এ অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক (ঢাকা) জোন কর্মকর্তা সাফায়েত হোসেনসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। অভিযানে বিপুল পরিমাণ শিশু খাদ্য পণ্য ধ্বংস করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শুভ ফুডস ৩০ হাজার ও ফুলকলি সুইটস কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রিন্ট