ঢাকা , বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাঈদ, কৃত্রিম হাতের জন্য সবার কাছে সাহায্য চাই

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

দুই হাত হারিয়ে পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করছেন সাঈদ আহমেদ। স্বপ্নভঙ্গ হয়েও নতুন করে স্বপ্ন বুনছেন তিনি। সব বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে চান। কৃত্রিম হাত ও কর্মসংস্থানের জন্য সহযোগিতা চেয়েছেন সাঈদ, তার পরিবার ও স্থানীয়রা।

 

তিনি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাঈদ আহমেদ (২৬)। পরে তার দুটি হাতই কেটে ফেলতে হয়। এ ছাড়া পা ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। দুর্ঘটনায় বেঁচে ফিরলেও জীবনযুদ্ধে তিনি প্রায় পরাজিত।

 

সাঈদ আহমেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহেব নগর গ্রামের দক্ষিণপাড়ার মিলন মালিথার ছেলে। সে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।

 

২০২৩ সালে কক্সবাজারের কুতুবদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান আইরা কনস্ট্রাকশনে লাইনম্যান হিসেবে চাকরি করতেন সাঈদ।

 

সাঈদ আহমেদ বলেন, ২০২৩ সালের ১৭ অক্টোবর প্রতিদিনের মতো বিদ্যুতের খুঁটিতে উঠে লাইনের কাজ করছিলাম। আমরা অফিসের নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় কাজ করতাম। লাইনের কাজ শুরুর আগে থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। সেদিনও কাজ শুরুর আগে বিদ্যুতের সংযোগ বন্ধ ছিল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ফোরম্যান সাহাবুল বিদ্যুৎ লাইন চালু করে দেন। সে আমাদের সঙ্গে কথা না বলেই বিদ্যুৎ চালু করে। তার জন্যই আমি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতের খুঁটির উপর থেকে নিচে পড়ে যাই। এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে চিকিৎসাধীন।

 

কান্নাজড়িত কণ্ঠে সাঈদ বলেন, ফোরম্যান সাহাবুলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হই। পরে আমাকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন ছিলাম। অবস্থা খারাপ হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। সেখানে আনুমানিক দেড় মাস চিকিৎসাধীন ছিলাম। পরে চিকিৎসারত অবস্থায় আমার দুই হাত কেটে ফেলতে হয়। ঘটনার ১৪ দিন পর ডান হাত আর ২০ দিন পর বাম হাত কেটে ফেলতে হয়। দেড় মাস পরে সেখান থেকে বাসায় চলে আসি। এরপর টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারিনি।

 

তিনি আরও বলেন, আমার বাড়ির পার্শ্ববর্তী বহলবাড়িয়া এলাকার শাহাবুল (৪৫) কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় বিদ্যুতের কাজের সাব-কন্ট্রাক্টর ও আইরা কনস্ট্রাকশনে লাইনম্যান হিসেবে কাজ করতেন। ২০২৩ সালের জুন মাসে ছুটিতে গ্রামের বাড়ি এসে আমাকে কাজ করার জন্য বলেন। তাদের সঙ্গে বেতন, ভাতা এবং ঝুঁকি ভাতার চুক্তি করে আইরা কোম্পানিতে জুলাই মাসে কুতুবদিয়ায় বিদ্যুতের কাজ শুরু করি। সেখানে তিন মাস কাজ করার পর এ ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য শাহাবুল দায়ী। সে আমাদের অনুমতি না নিয়েই হঠাৎ বিদ্যুতের লাইন চালু করেছিল। তখন বলা হয়েছিল আমাকে ক্ষতিপূরণ দিবে, কিন্তু চুক্তি অনুযায়ী আমাকে কোনো সহযোগিতা করেনি। পরবর্তীতে আমি আইরা কোম্পানির সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কেউ সহযোগিতা করেনি। তাদের সঙ্গে যোগাযোগ করায় শাহাবুল আমাকে হুমকি-ধমকি দেয়।

 

এজন্য থানায় অভিযোগ দিয়েছি। দুই হাত হারিয়ে আমি পঙ্গু, মানবেতর জীবনযাপন করছি। কেটে ফেলা হাতের দিকে তাকালেই কান্না হয়। আমরা গরিব মানুষ। ঠিকমতো চিকিৎসা করতে পারিনি। আমার সব স্বপ্ন ভেঙে গেছে। এভাবে জীবনযাপন করতে খুব কষ্ট হয়। একা একা খেতে পারি না। কোনো কাজ করতে পারি না। সব বাধা ডিঙিয়ে আমি এগিয়ে যেতে চাই। কৃত্রিম হাত ও কর্মসংস্থানের জন্য সহযোগিতা চাই।

 

সাঈদের দেখভাল করেন তার দাদা-দাদি। দাদি চায়না খাতুন ও দাদা সিরাজ মালিথা বলেন, বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে সাঈদের দুই হাত কেটে ফেলা হয়েছে। সে কোনো কাজ করতে পারে না। একা একা খেতে পারে না। গোসল করতে পারে না। আমরা ছোট বাচ্চার মতো তাকে লালনপালন করি। সে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে। আমরা খুব গরিব মানুষ। অর্থের অভাবে তার চিকিৎসা করাতে পারি না। অভাবের তাড়নায় ভাতই বন্ধ হয়ে আছে। খুব কষ্টের মধ্যে আছি। সবার কাছে সাহায্য চাচ্ছি। তার কর্মসংস্থান ও কৃত্রিম হাতের ব্যবস্থা করে দেন।

 

এ বিষয়ে ফোরম্যান সাহাবুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

 

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সাঈদ আহমেদ অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাঈদ, কৃত্রিম হাতের জন্য সবার কাছে সাহায্য চাই

আপডেট টাইম : ২১ ঘন্টা আগে
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

দুই হাত হারিয়ে পঙ্গুত্ববরণ করে মানবেতর জীবনযাপন করছেন সাঈদ আহমেদ। স্বপ্নভঙ্গ হয়েও নতুন করে স্বপ্ন বুনছেন তিনি। সব বাধা ডিঙিয়ে এগিয়ে যেতে চান। কৃত্রিম হাত ও কর্মসংস্থানের জন্য সহযোগিতা চেয়েছেন সাঈদ, তার পরিবার ও স্থানীয়রা।

 

তিনি ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন সাঈদ আহমেদ (২৬)। পরে তার দুটি হাতই কেটে ফেলতে হয়। এ ছাড়া পা ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে। দুর্ঘটনায় বেঁচে ফিরলেও জীবনযুদ্ধে তিনি প্রায় পরাজিত।

 

সাঈদ আহমেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহেব নগর গ্রামের দক্ষিণপাড়ার মিলন মালিথার ছেলে। সে দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়।

 

২০২৩ সালে কক্সবাজারের কুতুবদিয়ায় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগের ঠিকাদারি প্রতিষ্ঠান আইরা কনস্ট্রাকশনে লাইনম্যান হিসেবে চাকরি করতেন সাঈদ।

 

সাঈদ আহমেদ বলেন, ২০২৩ সালের ১৭ অক্টোবর প্রতিদিনের মতো বিদ্যুতের খুঁটিতে উঠে লাইনের কাজ করছিলাম। আমরা অফিসের নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় কাজ করতাম। লাইনের কাজ শুরুর আগে থেকে কাজ শেষ হওয়া পর্যন্ত সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়। সেদিনও কাজ শুরুর আগে বিদ্যুতের সংযোগ বন্ধ ছিল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই ফোরম্যান সাহাবুল বিদ্যুৎ লাইন চালু করে দেন। সে আমাদের সঙ্গে কথা না বলেই বিদ্যুৎ চালু করে। তার জন্যই আমি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুতের খুঁটির উপর থেকে নিচে পড়ে যাই। এতে গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে চিকিৎসাধীন।

 

কান্নাজড়িত কণ্ঠে সাঈদ বলেন, ফোরম্যান সাহাবুলের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হই। পরে আমাকে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে চট্টগ্রাম হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে ১১ দিন ছিলাম। অবস্থা খারাপ হওয়ায় সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। সেখানে আনুমানিক দেড় মাস চিকিৎসাধীন ছিলাম। পরে চিকিৎসারত অবস্থায় আমার দুই হাত কেটে ফেলতে হয়। ঘটনার ১৪ দিন পর ডান হাত আর ২০ দিন পর বাম হাত কেটে ফেলতে হয়। দেড় মাস পরে সেখান থেকে বাসায় চলে আসি। এরপর টাকার অভাবে আর চিকিৎসা করাতে পারিনি।

 

তিনি আরও বলেন, আমার বাড়ির পার্শ্ববর্তী বহলবাড়িয়া এলাকার শাহাবুল (৪৫) কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় বিদ্যুতের কাজের সাব-কন্ট্রাক্টর ও আইরা কনস্ট্রাকশনে লাইনম্যান হিসেবে কাজ করতেন। ২০২৩ সালের জুন মাসে ছুটিতে গ্রামের বাড়ি এসে আমাকে কাজ করার জন্য বলেন। তাদের সঙ্গে বেতন, ভাতা এবং ঝুঁকি ভাতার চুক্তি করে আইরা কোম্পানিতে জুলাই মাসে কুতুবদিয়ায় বিদ্যুতের কাজ শুরু করি। সেখানে তিন মাস কাজ করার পর এ ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য শাহাবুল দায়ী। সে আমাদের অনুমতি না নিয়েই হঠাৎ বিদ্যুতের লাইন চালু করেছিল। তখন বলা হয়েছিল আমাকে ক্ষতিপূরণ দিবে, কিন্তু চুক্তি অনুযায়ী আমাকে কোনো সহযোগিতা করেনি। পরবর্তীতে আমি আইরা কোম্পানির সিনিয়রদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কেউ সহযোগিতা করেনি। তাদের সঙ্গে যোগাযোগ করায় শাহাবুল আমাকে হুমকি-ধমকি দেয়।

 

এজন্য থানায় অভিযোগ দিয়েছি। দুই হাত হারিয়ে আমি পঙ্গু, মানবেতর জীবনযাপন করছি। কেটে ফেলা হাতের দিকে তাকালেই কান্না হয়। আমরা গরিব মানুষ। ঠিকমতো চিকিৎসা করতে পারিনি। আমার সব স্বপ্ন ভেঙে গেছে। এভাবে জীবনযাপন করতে খুব কষ্ট হয়। একা একা খেতে পারি না। কোনো কাজ করতে পারি না। সব বাধা ডিঙিয়ে আমি এগিয়ে যেতে চাই। কৃত্রিম হাত ও কর্মসংস্থানের জন্য সহযোগিতা চাই।

 

সাঈদের দেখভাল করেন তার দাদা-দাদি। দাদি চায়না খাতুন ও দাদা সিরাজ মালিথা বলেন, বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে সাঈদের দুই হাত কেটে ফেলা হয়েছে। সে কোনো কাজ করতে পারে না। একা একা খেতে পারে না। গোসল করতে পারে না। আমরা ছোট বাচ্চার মতো তাকে লালনপালন করি। সে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে। আমরা খুব গরিব মানুষ। অর্থের অভাবে তার চিকিৎসা করাতে পারি না। অভাবের তাড়নায় ভাতই বন্ধ হয়ে আছে। খুব কষ্টের মধ্যে আছি। সবার কাছে সাহায্য চাচ্ছি। তার কর্মসংস্থান ও কৃত্রিম হাতের ব্যবস্থা করে দেন।

 

এ বিষয়ে ফোরম্যান সাহাবুল ইসলামের সঙ্গে কথা বলার জন্য মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

 

এ বিষয়ে মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সাঈদ আহমেদ অভিযোগ দিয়েছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রিন্ট