মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে মোঃ শাহীন আলম (২৮), এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে মনোহরদী মডেল থানা পুলিশ। আজ (২১ জানুয়ারি) সকালে উপজেলার শুকুন্দি ইউনিয়নের চর নারান্দি এলাকায় সেতুর নিচ থেকে এই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন চর নারান্দি এলাকার দীঘাকাদী সেতুর নিচে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে তারা মনোহরদী থানার পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
জানা যায়, শাহীন আলম ময়মনসিংহ জেলার ফুলপুর থানার ডনদনিয়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল জব্বার বলেন, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে এনআইডি থেকে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রিন্ট