-শামীম আহমেদ
সন্ধ্যার ঘ্রাণ গায়ে মেখে
রাত নামে পাড়ায় পাড়ায়।
কুপি জ্বলে ঘরের কোনায়!
বুনো ফুল গন্ধ ছড়ায়
তারায় তারায়।
ঝিঝিপোকার লোকগানে
পাড়া জুড়ে উৎসব…।
সময়ের স্রোত মেখে
চলে গেছে অনেকেই
ঘর ছাড়া মানুষেরা
আর ফেরেনি শরতেও।
জোনাকির মিছিলে খালপাড় উত্তাল
জীবনের গল্পে- বয়ে চলে মহাকাল!
কবি- শামীম আহমেদ
- কবি, লেখক ও সাহিত্যিক
প্রিন্ট