ঢাকা , বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিখোঁজ কন্যাকে ফিরে পেতে সাংবাদিক সম্মেলন করছে ভুক্তভোগী পরিবার Logo রাজাপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগ মাদ্রসা শিক্ষকের বিরুদ্ধে Logo ভেড়ামারায় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন অনুষ্ঠিত Logo তানোরে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে টাকা আত্মসাৎ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তৃণমুলে জনপ্রিয় মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন Logo আপনার আদরের সন্তানকে আগে মানুষের মতো মানুষ করুনঃ -মিজানুর রহমান Logo গংগাচড়ার আলদাদপুরে সহিংস হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের খোঁজখবর নিতে জামায়াত নেতা অধ্যাপক রায়হান সিরাজীর পরিদর্শন Logo গংগাচড়ায় হিন্দু সম্প্রদায়ের ঘর মেরামতে উপজেলা প্রশাসনের নজরকাড়া উদ্যোগ Logo পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে জলাবদ্ধতা, দুর্ভোগে শতাধিক পরিবার Logo আলফাডাঙ্গায় নিষিদ্ধ জাল পুড়িয়ে দিলেন ভ্রাম্যমাণ আদালত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ভূরুঙ্গামারীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, অবিকৃত রইল সাড়ে ১৮ টন চাল

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিতরণ কার্যক্রমে অনিয়ম ধরা পড়ায় প্রায় সাড়ে ১৮ মেট্রিক টন চাল অবিকৃত অবস্থায় গুদামে সিলগালা করে রাখা হয়েছে।

সরেজমিনে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বলদিয়া ইউনিয়নে ৫ হাজার ৭৪৫ জন হতদরিদ্র পরিবারের জন্য ৫৭ দশমিক ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিজনকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তালিকায় স্থান পেয়েছেন সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাসহ বহু সচ্ছল ব্যক্তি।

তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন বলদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার (নং-১১৩৮), ব্যবসায়ী রফিকুল ইসলাম (নং-২৯২১), স্বেচ্ছাসেবক দলের নেতা লুৎফর রহমান (নং-২৯৩৯), শিক্ষক আশরাফুজ্জামান (নং-২৫৭) ও আরমান আলী (নং-২৫৮)।

তাদের দাবি, এ তালিকা তৈরির বিষয়ে তারা কিছুই জানেন না। বিষয়টি সামাজিকভাবে তাদের হেয় করেছে বলেও অভিযোগ করেন। স্বেচ্ছাসেবক দলের নেতা লুৎফর রহমান বলেন, ‘আমার নাম তালিকায় দেখে বিস্মিত হয়েছি। কে বা কারা এটি করেছে জানি না। আমি এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করছি।’

স্থানীয়দের অভিযোগ, এসব স্লিপ আগেই স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। তবে বিতরণের সময় সচেতন মহলের বাধার মুখে পড়ে এসব স্লিপে চাল উত্তোলন সম্ভব হয়নি।

বিতরণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘বিতরণের শেষ দিনেও ১ হাজার ৮৪০ জন চাল নিতে আসেননি। তাদের জন্য বরাদ্দ চাল গুদামে সিলগালা করে রাখা হয়েছে।’

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘তালিকায় ভুলক্রমে কিছু সচ্ছল ব্যক্তির নাম চলে এসেছে। তবে স্লিপ বিক্রির অভিযোগ সঠিক নয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ‘তালিকায় অসঙ্গতি থাকায় বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাচাই–বাছাই করে নির্ভুল তালিকা তৈরির পর বাকি চাল বিতরণ করা হবে।’


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজ কন্যাকে ফিরে পেতে সাংবাদিক সম্মেলন করছে ভুক্তভোগী পরিবার

error: Content is protected !!

ভূরুঙ্গামারীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়ম, অবিকৃত রইল সাড়ে ১৮ টন চাল

আপডেট টাইম : ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
আরিফুল ইসলাম জয়, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

আরিফুল ইসলাম জয়ঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। বিতরণ কার্যক্রমে অনিয়ম ধরা পড়ায় প্রায় সাড়ে ১৮ মেট্রিক টন চাল অবিকৃত অবস্থায় গুদামে সিলগালা করে রাখা হয়েছে।

সরেজমিনে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে বলদিয়া ইউনিয়নে ৫ হাজার ৭৪৫ জন হতদরিদ্র পরিবারের জন্য ৫৭ দশমিক ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতিজনকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তালিকায় স্থান পেয়েছেন সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতাসহ বহু সচ্ছল ব্যক্তি।

তালিকাভুক্তদের মধ্যে রয়েছেন বলদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার (নং-১১৩৮), ব্যবসায়ী রফিকুল ইসলাম (নং-২৯২১), স্বেচ্ছাসেবক দলের নেতা লুৎফর রহমান (নং-২৯৩৯), শিক্ষক আশরাফুজ্জামান (নং-২৫৭) ও আরমান আলী (নং-২৫৮)।

তাদের দাবি, এ তালিকা তৈরির বিষয়ে তারা কিছুই জানেন না। বিষয়টি সামাজিকভাবে তাদের হেয় করেছে বলেও অভিযোগ করেন। স্বেচ্ছাসেবক দলের নেতা লুৎফর রহমান বলেন, ‘আমার নাম তালিকায় দেখে বিস্মিত হয়েছি। কে বা কারা এটি করেছে জানি না। আমি এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করছি।’

স্থানীয়দের অভিযোগ, এসব স্লিপ আগেই স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা কিছু ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। তবে বিতরণের সময় সচেতন মহলের বাধার মুখে পড়ে এসব স্লিপে চাল উত্তোলন সম্ভব হয়নি।

বিতরণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘বিতরণের শেষ দিনেও ১ হাজার ৮৪০ জন চাল নিতে আসেননি। তাদের জন্য বরাদ্দ চাল গুদামে সিলগালা করে রাখা হয়েছে।’

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, ‘তালিকায় ভুলক্রমে কিছু সচ্ছল ব্যক্তির নাম চলে এসেছে। তবে স্লিপ বিক্রির অভিযোগ সঠিক নয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম ফেরদৌস বলেন, ‘তালিকায় অসঙ্গতি থাকায় বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাচাই–বাছাই করে নির্ভুল তালিকা তৈরির পর বাকি চাল বিতরণ করা হবে।’


প্রিন্ট