ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মশক নিধনে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান Logo নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির দেশব্যাপী “দেশ গড়তে জুলাই পথযাত্রা” সমাবেশ Logo বড়াইগ্রামে বিএনপি কর্মী দ্বারা অধ্যক্ষকে অপদস্থ করার প্রতিবাদে মানববন্ধন Logo দৌলতপুরে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা Logo দুর্নীতির অভিযোগে সাবেক ২ জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান Logo হাতিয়ায় আকবর হোসেন স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত Logo প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে রূপগঞ্জে বিক্ষোভ Logo মাত্র ৩৪ ঘণ্টার মধ্যে চোরাই ১০ লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার, চোর গ্রেপ্তার Logo চাঁদা আদায়ের অভিযোগে বেনাপোল বন্দরের ৬০ জন আনসার সদস্যকে বদলী Logo লন্ডনে গবেষণা স্মারক কালের অভিজ্ঞানের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

গংগাচড়ার আলদাদপুরে সহিংস হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের খোঁজখবর নিতে জামায়াত নেতা অধ্যাপক রায়হান সিরাজীর পরিদর্শন

মোঃ গোলাম রাব্বীঃ

রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর জামায়াতের সাবেক আমির অধ্যাপক রায়হান সিরাজী।

 

গতকাল বিকেলে তিনি সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। বাড়িঘর পুড়িয়ে দেওয়া, লুটপাট, ও শারীরিকভাবে নিপীড়নের ঘটনার বর্ণনা শুনে তিনি দুঃখ প্রকাশ করেন এবং গভীর উদ্বেগ জানান।

 

পরিদর্শনের সময় অধ্যাপক রায়হান বলেন,“এই হামলা শুধু একটি পরিবার নয়, পুরো মানবতাবোধের ওপর আঘাত। আমরা সকল ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসী। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার ও প্রশাসনকে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”

 

তিনি আরও বলেন, “আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই পরিবারের পাশে মানবিকভাবে দাঁড়াতে প্রস্তুত আছি। ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতপার্থক্য যা-ই থাকুক, বিপদে পাশে দাঁড়ানোই মানবতা।”

 

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় জামায়াত ও ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী এবং সংবাদকর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অধ্যাপক রায়হানের সহানুভূতি ও পাশে থাকার আশ্বাসে কিছুটা আশ্বস্ত হন।

 

আলদাদপুরের বাসিন্দা দীনেশ চন্দ্র রায় বলেন, “আমরা একেবারে অসহায় হয়ে পড়েছিলাম। কেউ পাশে দাঁড়ায়নি, আজ একজন রাজনীতিবিদ আমাদের দুঃখের কথা শুনতে এসেছেন, এটা অনেক বড় সান্ত্বনা।”

 

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপত্তা ও সরকারি সহায়তা দেওয়া হবে।

 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলেছেন, সকল রাজনৈতিক দলের উচিত—মানবিক ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের বৈষম্য না দেখানো।

 

অধ্যাপক রায়হান সিরাজীর এই উদ্যোগ জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মশক নিধনে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

error: Content is protected !!

গংগাচড়ার আলদাদপুরে সহিংস হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের খোঁজখবর নিতে জামায়াত নেতা অধ্যাপক রায়হান সিরাজীর পরিদর্শন

আপডেট টাইম : ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
মোঃ গোলাম রাব্বী, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি :

মোঃ গোলাম রাব্বীঃ

রংপুর জেলার গংগাচড়া উপজেলার আলদাদপুর গ্রামে সম্প্রতি সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর জামায়াতের সাবেক আমির অধ্যাপক রায়হান সিরাজী।

 

গতকাল বিকেলে তিনি সরাসরি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। বাড়িঘর পুড়িয়ে দেওয়া, লুটপাট, ও শারীরিকভাবে নিপীড়নের ঘটনার বর্ণনা শুনে তিনি দুঃখ প্রকাশ করেন এবং গভীর উদ্বেগ জানান।

 

পরিদর্শনের সময় অধ্যাপক রায়হান বলেন,“এই হামলা শুধু একটি পরিবার নয়, পুরো মানবতাবোধের ওপর আঘাত। আমরা সকল ধর্মের মানুষের সহাবস্থানে বিশ্বাসী। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সরকার ও প্রশাসনকে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।”

 

তিনি আরও বলেন, “আমরা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই পরিবারের পাশে মানবিকভাবে দাঁড়াতে প্রস্তুত আছি। ধর্ম, বর্ণ, রাজনৈতিক মতপার্থক্য যা-ই থাকুক, বিপদে পাশে দাঁড়ানোই মানবতা।”

 

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় জামায়াত ও ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী এবং সংবাদকর্মীরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অধ্যাপক রায়হানের সহানুভূতি ও পাশে থাকার আশ্বাসে কিছুটা আশ্বস্ত হন।

 

আলদাদপুরের বাসিন্দা দীনেশ চন্দ্র রায় বলেন, “আমরা একেবারে অসহায় হয়ে পড়েছিলাম। কেউ পাশে দাঁড়ায়নি, আজ একজন রাজনীতিবিদ আমাদের দুঃখের কথা শুনতে এসেছেন, এটা অনেক বড় সান্ত্বনা।”

 

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রশাসন আশ্বাস দিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারকে নিরাপত্তা ও সরকারি সহায়তা দেওয়া হবে।

 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে বলেছেন, সকল রাজনৈতিক দলের উচিত—মানবিক ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং সংখ্যালঘুদের প্রতি কোনো ধরনের বৈষম্য না দেখানো।

 

অধ্যাপক রায়হান সিরাজীর এই উদ্যোগ জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।


প্রিন্ট