মোঃ ইকবাল হোসেনঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় মশক নিধনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। চলতি সপ্তাহ জুড়ে ৫০ শয্যা হাসপাতালের মধ্যে সমস্থ স্থানে বিভিন্ন ধরনের আগাছা পরিস্কার করা হচ্ছে। এতে করে যেমন হাসপাতালের সৌন্দার্য্য বর্ধন হচ্ছে তেমনি মশক নিধনে কার্যকারী ভ‚মিকা রাখছে।
হাসপাতালের মহিলা ওয়ার্ডের ভর্তি হওয়া রোগী রোকেয়া বেগম বলেন, কিছু দিন আগে হাসপাতালে রোগী দেখতে আসলে অনেক মশার যন্ত্রণা সহ্য করেছি। এখন আমি নিজেই রোগী হয়ে বেডে শুয়ে আছি আগের মতো মশা নেই। পিছনে যে বন-জঙ্গল ছিল সেটাও পরিস্কার করা হয়েছে। যাহার জন্য হয়তো মশার উৎপাত কম হয়েছে। আমরা চাইবো উপজেলার সরকারি হাসপাতালটি সবসময় পরিস্কার থাকুক।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিলন সরকার বলেন, হাসপাতালের চারিপাশে পরিস্কার করা হচ্ছে এতে করে এখানে চিকিৎসা নিতে আসা রোগীরা অনেক স্বস্থিবোধ করবে। মশার উৎপাত কমবে। আশা রাখি এ পরিস্কার অভিযান অব্যহত থাকবে।
হাসপাতালের একাধিক স্টাফদের সাথে কথা বলে জানা যায়, বেশ কিছু দিন ধরে মশার উৎপাত অনেক বেড়েছে। অনেক আগাছা বড় হয়ে চলাচলের জায়গা নষ্ট হচ্ছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ মুস্তাফি স্যারকে অবগত করলে তিনি কাজটি গুরুত্বসহকারে নিয়ে শ্রমিক দিয়ে পরিস্কার অভিযান শুরু করেছেন। এখন আশা রাখি আমাদের চলাচল করতে সুবিধা হবে। মশার উৎপাত কম হবে।
আলফাডাঙ্গা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, চলমান সময়ে মশার উৎপাত অনেক বেশি। ডেঙ্গু রোগী অনেক বেড়েছে। যাহার জন্য মশা নিধন করা অত্যন্ত জরুরী ছিল। এ জন্য আমরা হাসপাতালের মধ্যে যেখানে আগাছা রয়েছে পরিস্কার করা হচ্ছে। ময়লা থাকলে সেটাও পরিস্কার করা হচ্ছে। আমাদের স্টাফ কোয়াটারে অনেক চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণির কর্মচারীরা থাকেন। আগাছা বাড়ার জন্য তাদের অনেক সময় যাতায়াত করতে কষ্ট হয়। সবকিছু বিবেচনা করে আমরা পরিস্কার পরিচ্ছনা অভিযানে নেমেছি। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।
প্রিন্ট