ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিবাড়ি ইউনিয়নের খেজুরতলা জিকে খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে কুষ্টিয়া সদর উপজেলার পাটিবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে জিকে খাল থেকে এ মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয় টি নিশ্চিত করেছেন। তিনি বলেন সকালে স্থানীয়রা মরদেহটি পাটিবাড়ি ইউনিয়নের খেজুরতলা এলাকায় জিকে খালে ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
ইবি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এই রিপাের্ট লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
প্রিন্ট