আব্দুল হামিদ মিঞাঃ
রাজশাহীর বাঘায় শিক্ষা মন্ত্রণালয় এর আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক, “পারফরর্মেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর এসএসসি-২০২২ ও এইচএসসি-২০২৩(সমমান) শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চলের পরিচালক,প্রফেসর মোহাম্মদ আছাদুজ্জামান বলেছেন, আমরা দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে পরিনত হয়েছি। প্রশাসক মুক্ত হতে পারছিনা। আমলারা যে দিক নের্দেশনা দেয় সেইভাবে ভোট থেকে অনেক কিছু পরিচালিত হয়। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে যে শিক্ষা পেয়েছি তা প্রতিষ্ঠিত করতে না পারলে দেশের উন্নয়ন হবেনা। সেই শিক্ষা কাজে লাগিয়ে আমাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি আরো বলেন, অদম্য ইচ্ছা শক্তি থেকে শুধু ভালো ফলাফল করলেই হবেনা,একাডেমিক শিক্ষার বাইরেও বেশি বেশি বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান দেশের জন্য ভালো কাজে ব্যবহার করতে হবে। আর্দশিক শিক্ষায় ছাত্রদের গড়ে তুলার আহ্বান জানিয়ে শিক্ষকদের উদ্দেশ্য বলেন,এখনকার অধিকাংশ শিক্ষার্থী শিক্ষকদের ধাক্কা দিয়ে চলে যায়। এটা তাদের দোষ- বলবোনা,তাদের শিক্ষার অভাব। সেজন্য শিক্ষক-অভিভাবক মিলে তাদের সুশিক্ষায় গড়ে তলতে হবে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহমুদুর রহমানের সঞ্চালনায় ,অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক(কলেজ) মোহাম্মদ আলমাছ উদ্দিন,রাজশাহী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াহাব। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন,অধ্যক্ষ আবু সাঈদ মোঃ বক্কর সিদ্দিক,অধ্যক্ষ আব্দুর রব,প্রধান শিক্ষক এমদাদুল হক, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,অভিভাবক মোশারক হোসেনসহ শিক্ষার্থী মনিরুল ইসলাম, সানজিদা আক্তার।
পরে শ্রেষ্ঠ ৩৭ জন শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও সনদ প্রদান করেন অতিথিরা উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মুনসুর রহমান,কলেজ শিক্ষক আনোয়ার হোসেন পলাশ,আব্দুল হানিফ মিঞা,আলমগীর হোসেন,প্রধান শিক্ষক আব্দুল হামিদ,বাবুল ইসলাম,আহসান হাবীব,রবিউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।
প্রিন্ট