কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইন থেকে খাদিজা খাতুন (২১) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ জুলাই) সকালে কুমারখালী রেল স্টেশন প্লাটফর্ম থেকে ৩শ’ মিটার পশ্চিম থেকে এ মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নিহত খাদিজা পৌরসভার বাটিকামারা জনি শেখের স্ত্রী ও এক সন্তানের জননী।
জানা যায়, গত ২৯ জুন দুপুরে ভাঁতের সঙ্গে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন খাদিজা। বিষয়টি টের পেয়ে ওইদিন দুপুরে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। তারপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আকুল উদ্দিন জানান, গত ২৯ জুন দুপুরে ভাতের সঙ্গে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন খাদিজা। বিষয়টি টের পেয়ে ওইদিন দুপুরে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্বজনরা। তারপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোরে কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে চলে যান।
নিহতের বাবা সিদ্দিক জানান, বাড়িতে থেকে পাবনা মানসিক হাসপাতালে খাদিজার চিকিৎসা চলছিল। আমার মেয়ে যেমনই হোক, আত্মহত্যা করতে পারেনা। কিছু একটা নিশ্চয় হয়েছে।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজুর রহমান জানান, কুমারখালী রেল স্টেশন প্লাটফর্ম থেকে ৩০০ মিটার পশ্চিমে মালবাহী ট্রেনে কেটে এক তরুণী নিহত হয়েছেন। তরুণীর গলাকাঁটা মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। পরে মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
প্রিন্ট