শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখায় ইমারত নির্মাণ টাইলস শ্রমিকদের নির্বাহী কমিটি গঠনে আলোচনা সভা আড়পাড়া বাজার শালিখা রোডের তাসকিয়া সেনেটারির অফিস রুমে অনুষ্ঠিত হয়।আজ সোমবার বিকাল ৩ ঘটিকায়। আলোচনা সভায় শালিখা উপজেলা ইমারত নির্মাণ টাইলস শ্রমিক ইউনিয়ন ২৪৫৮ নির্বাহী কমিটি গঠন সংক্রান্ত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা অধ্যাপক মশিউর রহমান, সহকারি পরিচালক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর -মাগুরা- কুষ্টিয়া অঞ্চল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাসকিয়া সেনেটারি স্বত্বাধিকারী মোঃশাহজালাল, মোঃ মনিরুজ্জামান বিশ্বাস,মোঃসাইদুর রহমান,নজরুল ইসলাম, নুরুল ইসলাম ও সুবির কুমার, তরিকুল ইসলাম, মারুফ হোসেন, তানভীর রহমান প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোঃবিপ্লব সরদার, শালিখা উপজেলা ইমারত নির্মাণ টাইলস শ্রমিক ইউনিয়ন। আলোচনা সভায় সিদ্ধান্ত হয়, কমিটি গঠন সংক্রান্ত ও শালিখা উপজেলার ইমারত নির্মাণ টাইলস শ্রমিকের সদস্য ছাড়া এই উপজেলায় অন্য কেহ কাজ করতে পারবে না। উক্ত আলোচনা সভা শেষে সতাপতি বিপ্লব সরদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কোষাধক্ষ মোঃ শাহজালাল হোসেন কে সিলেকশ করা হয়।
প্রিন্ট