মোক্তার হোসেন, স্টাফ রিপোর্টার
রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের পুরাতন বাজারস্থ উদয়ন ক্লাবের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় সুধীবৃন্দ ও নাট্যকর্মীদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে উদয়ন ক্লাব পরিচালনায় ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, ইব্রাহিম হোসেন খান নেপালের সভাপতিত্বে এবং ইদ্রিস আলী বাবুর উপস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির প্রাক্তন চেয়ারম্যান মো. চাঁদ আলী খান বক্তব্য রাখেন।
তিনি উদয়ন ক্লাবের ভবন নির্মাণসহ সুস্থ ধারার সাংস্কৃতিক কর্মকান্ড এগিয়ে নেওয়া এবং উদয়ন ক্লাবের অতীত ঐতিহ্য পুনর্জীবিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অন্যান্যের মধ্যে অধ্যাপক হাজারী আবুল হাসিম, অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ-উল-ইসলাম মিষ্টি, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর মন্ডল, পাংশা উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান একেএম সাইফুল মোর্শেদ রিংকু ও পাংশা উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন ইতি, পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, পাংশা পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইউসুফ হোসেন মন্ডল, পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন খান, আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক মামুন-অর-রশিদ, উদয়ন ক্লাবের প্রতিষ্ঠাকালীন অন্যতম সদস্য মো. আব্দুস সাত্তার, বিশিষ্ট নাট্য অভিনেতা ও সাবেক সেনা কর্মকর্তা জয়নাল আবেদীনসহ প্রমূখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বক্তারা উদয়ন ক্লাবের সার্বিক উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে সর্বসম্মতিক্রমে উদয়ন ক্লাবের ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক, ইব্রাহিম হোসেন খান নেপাল, সদস্য- অধ্যাপক হাজারী আবুল হাসিম, রইচ উদ্দিন খান, শরীফ-উল-ইসলাম মিষ্টি, জাহাঙ্গীর মন্ডল, নাসির উদ্দিন খান, ইউসুফ হোসেন মন্ডল, একেএম সাইফুল মোর্শেদ রিংকু ও ইদ্রিস আলী বাবু।
নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা অন্যান্যদের সাথে পরামর্শক্রমে আগামী ১ মাসের মধ্যে উদয়ন ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শুরুতে উদয়ন ক্লাবের সাথে সংশ্লিষ্ট প্রয়াত ব্যক্তিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে শ্রদ্ধা জানানো হয়।
উল্লেখ্য পাংশা পুরাতন বাজারে ১৯৭২ সালে উদয়ন ক্লাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিশেষ অবদান রেখে চলেছে ক্লাবটি।
প্রিন্ট