মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা ডায়াবেটিক কল্যাণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সোলায়মান আলীর সঞ্চালনায় সভায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান, ডা. ওয়ালিউল ইসলাম, সাবেক উপজেলা পরিবার পরিকলনা কর্মকর্তা প্রবীন কুমার, মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিন, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী মৃধা ও সাংবাদিক সাইফুর রহমান বক্তব্য রাখেন।
সভায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও হাসপাতালের পরিধি বৃদ্ধির জন্য জমি ক্রয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রিন্ট