ইসমাইল হোসেন বাবু, ষ্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার মিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার সময় কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের বহলবাড়িয়া বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের বহলবাড়িয়া গ্রামের মৃত তোয়াক্কেল গাইনের ছেলে বিটু (৪৫) এবং একই এলাকার সাহেবনগর গ্রামের খোরশেদ ওরফে গুরা ( ৮০)। তাদের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, কুষ্টিয়াগামী সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি পাখিভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে। সে সময় বৃদ্ধ পথচারীসহ ভ্যানচালকও রাস্তার পাশে খাদে পড়ে যান। পরে এলাকাবাসী রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জানান, কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে খাদে পড়ে পাখিভ্যান চালক এবং একজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।
প্রিন্ট