কুষ্টিয়ায় করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। লকডাউনেও থামছে না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ৬৮১ নমুনা পরীক্ষা করে ১৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে চারজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭২৬ এবং মারা গেছেন ২০২ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৮৫ জন। বুধবার (৩০ জুন) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা প্রশাসক জানান, নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৪২ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ১৮৯ জনের মধ্যে কুষ্টিয়ায় ৮৪ জন, দৌলতপুরের ১২ জন, কুমারখালীর ৬২ জন, ভেড়ামারার ৮ জন, মিরপুরের ১৬ জন এবং খোকসার ৭ জন রয়েছে।
বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৩৯ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০০ জন এবং হোম আইসোলেশনে আছেন ১ হাজার ৮৩৯ জন রোগী।
প্রিন্ট