মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে উদ্ধুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উদ্ধুদ্ধকরণ সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার এ.কে.এম রায়হানুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মো.খালিদ্জ্জুামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্প পরিচালক খাইরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার নন্দী, গোপালগঞ্জ জেলার প্রকল্প দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো.মনিরুল ইসলাম,মধুখালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রবিত্র কুমার দাস, আলফাডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়ত্বি) শাহ্ মোঃ শাহারিয়ার জামান সাবু, সদ্য অবসরপ্রাপ্ত সহকারী মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ভবেন বাইন. উপজেলা কৃষি অফিসার তুষার সাহা, উপজেলা মৎস্যচাষী মনিটরিং প্রতিনিধি সভাপতি সৈয়দ তমাল আলী ও উপজেলা মৎস্য অফিস সহকারী রিফাত মিয়া প্রমুখ।
প্রিন্ট